বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, হরিয়ানার, হিসারে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, আয়ুষ মেডিক্যাল অফিসার এবং অন্যান্য পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। নিয়োগ হবে মূলত চুক্তি ভিত্তিতে।
হরিয়ানার DHFWS-এ শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট পদের সংখ্যা ৮৯টি রয়েছে বলে জানানো হয়েছে।
হরিয়ানার DHFWS-এ শূন্যপদের বিবরণ:
advertisement
মেডিক্যাল অফিসার: ৬টি পদ
আয়ুষ মেডিক্যাল অফিসার: ৪টি পদ
স্টাফ নার্স (মহিলা): ৩৭টি পদ
ANM: ১৭টি পদ
ফার্মাসিস্ট: ৫টি পদ
টেকনিশিয়ান: ১০টি পদ
অপ্টোমেট্রিস্ট: ১টি পদ
জোনাল এন্টোমলজিস্ট: ১টি পদ
আর্লি ইন্টারভেনশনিস্ট: ১টি পদ
TBHV: ১টি পদ
সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: ১টি পদ
অ্যাকাউন্ট্যান্ট: ১টি পদ
প্যারামেডিক্যাল ওয়ার্কারস: ১টি পদ
STLS: ১টি পদ
ডিভিশনাল বায়ো ইঞ্জিনিয়ার: ১টি পদ
DOTS প্লাস TB-HIV সুপারভাইজার: ১টি পদ
প্রার্থীদের আবেদনের বয়সসীমা:
স্পেশ্যাল ডাক্তার এবং MBBS ডাক্তারদের জন্য প্রার্থীদের ১৮ থেকে ৬৫ বছর বয়সি হতে হবে। অবসরপ্রাপ্ত সরকারি চাকুরেদের জন্য বয়সসীমা ৬২ বছর ধার্য করা হয়েছে।
এছাড়া অন্যান্য পদে আবেদনের জন্য প্রার্থীদের ১৮ থেকে ৪২ বছর হতে হবে।
আবেদন ফি:
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০ টাকা এবং রিজার্ভড ক্যাটেগরির প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে।
উৎসাহী প্রার্থীরা DHFWS হরিয়ানার অফিশিয়াল ওয়েবসাইট http://nhmharyana.gov.in/-এ গিয়ে এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন।