TRENDING:

West Bengal Upper Primary Recruitment: চলবে ইন্টারভিউ, আদালতের অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে কাউকে নিয়োগ নয়, কমিশনকে নির্দেশ হাইকোর্টের

Last Updated:

তবে আপাতত ইন্টারভিউ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে অনুমতি দিয়েছে আদালত৷ প্যানেলও তৈরি করতে পারবে এসএসসি (West Bengal Upper Primary Recruitment )৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফের কিছুটা জট৷ আদালতের নির্দেশ ছাড়া কোনও চাকরিপ্রার্থীকে নিয়োগ করা যাবে না বলে এ দিন স্কুল সার্ভিস কমিশনকে অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ তবে আপাতত ইন্টারভিউ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে অনুমতি দিয়েছে আদালত৷ প্যানেলও তৈরি করতে পারবে এসএসসি৷ কিন্তু কাউকে নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করতে পারবে না কমিশন৷ তিন মাস পর ফের মামলার শুনানি হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ৷
advertisement

স্কুল সার্ভিস কমিশনকে ইন্টারভিউ শুরু করার জন্য অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ৷ এ দিন ডিভিশন বেঞ্চও জানিয়েছে, আপাতত ইন্টারভিউ প্রক্রিয়া চালু রাখতে পারবে কমিশন৷ ইন্টারভিউ শেষ হওয়ার পর কমিশনকে একটি মেধা তালিকা তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷  একই সঙ্গে কমিশনকে একটি ডেটাবেস তৈরি করার নির্দেশ দিয়েছে কমিশন৷ সেখানে প্রার্থীদের প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউ পর্বে প্রাপ্ত নম্বরের উল্লেখ থাকবে৷ পরে এই ডেটাবেস আদালতে জমা দিতে হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এ দিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চও জানিয়েছে, যে চাকরিপ্রার্থীদের অভিযোগ আছে, তা ৩১ জুলাইয়ের মধ্যে কমিশনের কাছে নথিভুক্ত করতে হবে৷ ১২ সপ্তাহের মধ্যে সেই সমস্ত অভিযোগের নিষ্পত্তি করতে হবে কমিশনকে৷ এই সমস্ত প্রক্রিয়া মেটার পরই ফের এই মামলা শুনবে হাইকোর্ট৷

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
West Bengal Upper Primary Recruitment: চলবে ইন্টারভিউ, আদালতের অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে কাউকে নিয়োগ নয়, কমিশনকে নির্দেশ হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল