স্কুল সার্ভিস কমিশনকে ইন্টারভিউ শুরু করার জন্য অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ৷ এ দিন ডিভিশন বেঞ্চও জানিয়েছে, আপাতত ইন্টারভিউ প্রক্রিয়া চালু রাখতে পারবে কমিশন৷ ইন্টারভিউ শেষ হওয়ার পর কমিশনকে একটি মেধা তালিকা তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ একই সঙ্গে কমিশনকে একটি ডেটাবেস তৈরি করার নির্দেশ দিয়েছে কমিশন৷ সেখানে প্রার্থীদের প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউ পর্বে প্রাপ্ত নম্বরের উল্লেখ থাকবে৷ পরে এই ডেটাবেস আদালতে জমা দিতে হবে৷
advertisement
এ দিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চও জানিয়েছে, যে চাকরিপ্রার্থীদের অভিযোগ আছে, তা ৩১ জুলাইয়ের মধ্যে কমিশনের কাছে নথিভুক্ত করতে হবে৷ ১২ সপ্তাহের মধ্যে সেই সমস্ত অভিযোগের নিষ্পত্তি করতে হবে কমিশনকে৷ এই সমস্ত প্রক্রিয়া মেটার পরই ফের এই মামলা শুনবে হাইকোর্ট৷
Location :
First Published :
July 20, 2021 4:46 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
West Bengal Upper Primary Recruitment: চলবে ইন্টারভিউ, আদালতের অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে কাউকে নিয়োগ নয়, কমিশনকে নির্দেশ হাইকোর্টের