যে সকল পোস্টগুলির জন্য নিয়োগ করা হবে তা হল - জুনিয়র অ্যাসিস্টেন্ট, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, লাইব্রেরি অ্যাটেনডেন্ট, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্টেন্ট, সিনিয়র অ্যাসিস্টেন্ট, ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট (কম্পিউটার), অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তবলা অ্যাকম্পানিস্ট।
যোগ্যতা - জুনিয়র অ্যাসিস্টেন্ট - কোনও স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউশন থেকে ১০+২ সার্টিফিকেট বা তার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রার্থীকে ইংরেজিতে ৩৫ ওয়ার্ডস পার মিনিট অথবা হিন্দিতে ৩০ ওয়ার্ডস পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে।
advertisement
ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট - প্রার্থীদেক বিজ্ঞান বিষয় নিয়ে ১০ শ্রেণি বা তার সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে।
লাইব্রেরি অ্যাসিস্টেন্ট - প্রার্থীকে যে কোনও রাজ্য থেকে অবশ্যই ১০ম শ্রেণি বা তার সমতুল্য কোন পরীক্ষায় পাশ করতে হবে। প্রার্থীর কাছে কোনও স্বীকৃত ইনস্টিটিউশনের লাইব্রেরি সায়েন্স/লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের সার্টিফিকেট থাকতে হবে।
সিনিয়র পার্সোনাল অ্যাসিস্টেন্ট - প্রার্থীর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এগুলি মধ্যে যে কোনও একটিতে প্রাইভেট সেক্রেটারি/পার্সোনাল অ্যাসিস্টেন্ট/স্টেনোগ্রাফার/এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্ট/সরকারি বিভাগে এক্সিকিউটিভ সেক্রেটারি/বিশ্ববিদ্যালয়ে/অটোনোমাস বডিস/পিএসইউএস/সরাকরি স্বীকৃত এডুকেশনাল ইনস্টিটিউশন।
সিনিয়র অ্যাসিস্টেন্ট - প্রার্থীর কম্পিউটার জ্ঞান-সহ যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট (কম্পিউটার) - প্রার্থীকে ১০+২ অথবা সমতুল্য বিজ্ঞান বিষয় বা প্রাসঙ্গিক বিষয় নিয়ে উত্তীর্ণ হতে হবে।
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার - প্রার্থীকে অবশ্যই ৫৫% নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি বা সমতুল্য নূন্যতম গ্রেড বি থাকতে হবে ইউজিসি সেভেন পয়েন্ট স্কেলে। যারা এলএলবি অথবা এমবিএ বা সিএ/আইসিডব্লুউএ বা এমসিএ বা এম.ফিল/পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন অথবা যাদের ৩ বছরের অভিজ্ঞতা আছে সুপারভাইজারি বা সমতুল্য সরাকরি কোনও বিভাগে গ্রেড বি ক্যাডার হিসাবে কাজ করছে/বিশ্ববিদ্যালয়/এডুকেশনাল বা রিসার্চ ইনস্টিটিউশন/টিচিং এবং/বা রিসার্চ নিয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করতে পারবে।
তবলা অ্যাকম্পানিস্ট - প্রার্থীদের তবলায় পারদর্শীতা/পাখোয়াজ বাজানোর জ্ঞান থাকতে হবে (ক্লাসিকাল এবং সেমিক্লাসিকেলের ক্ষেত্রে)। তবলা/পাখোয়াজ বাজানো নিয়ে ডিগ্রি, অথবা ডিপ্লোমা/১০+২ সার্টিফিকেট থাকতে হবে যে কোনও বোর্ড থেকে এবং তবলা/পাখোয়াজ বাজানোয় যে কোনও প্রতিষ্ঠিত গুরুর কাছ থেকে অন্তত ৬ বছরের ট্রেনিং প্রাপ্ত হতে হবে।
বয়সসীমা - তবলা অ্যাকম্পানিস্টের জন্য ৪৫ বছর, ৩৫ বছর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার/সিনিয়র পার্সোনাল অ্যাসিস্টেন্ট, ৩০ বছর সিনিয়র অ্যাসিস্টেন্ট/ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট (কম্পিউটার)/ল্যাবরেটরি অ্যাটেডেন্ট/লাইব্রেরি অ্যাটেডেন্ট, ২৭ বছর জুনিয়র অ্যাসিস্টেন্ট পদের জন্য বয়সসীমা ধার্য করা হয়েছে।