Reserve Bank of India Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
Reserve Bank of India Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
রিজার্ভ ব্যাঙ্কের তরফে এখনও পর্যন্ত মোট ১২৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Reserve Bank of India Recruitment 2021: ভাতা
প্রার্থীদের মাসিক ২০,০০০ টাকা ভাতা দেওয়া হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)
পদের নাম: ইন্টার্ণশিপ
শূন্যপদের সংখ্যা: ১২৫
কাজের স্থান: ভারত
কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট, বাণিজ্য, পরিসংখ্যান, আইন, অর্থনীতি, ব্যাঙ্কিং, ফিনান্স, ইকোনোমেট্রিক্স ইত্যাদিতে স্নাতক ও অন্যান্য
বেতনক্রম: মাসিক/ ২০,০০০ টাকা
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ৩১.১২.২০২১
আরও পড়ুন- গোয়ায় চাকরির সুযোগ, ফ্যাকাল্টি ও অন্যান্য পদে নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন
Reserve Bank of India Recruitment 2021: কারা আবেদন করতে পারবেন?
ডোমেস্টিক: ম্যানেজমেন্ট, বাণিজ্য, পরিসংখ্যান, আইন, অর্থনীতি, ব্যাঙ্কিং, ফিনান্স, ইকোনোমেট্রিক্স, অথবা ভারতে অবস্থিত নামী কলেজ, প্রতিষ্ঠান থেকে আইনে তিন বছরের পূর্ণ-সময়ের স্নাতক ডিগ্রি বা সমন্বিত পাঁচ বছরের ডিগ্রি এমন প্রার্থীরা আবেদনের যোগ্য।
বিদেশি শিক্ষার্থী: বিদেশের বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউটে ফিনান্স, ব্যাঙ্কিং, অর্থনীতি, ব্যবস্থাপনা, আইন (পাঁচ-বছরের প্রোগ্রাম) এবং অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রে উচ্চতর পড়াশুনা করা শিক্ষার্থীরা আবেদন করার যোগ্য।
Reserve Bank of India Recruitment 2021: আবেদন পদ্ধতি
ভারতীয় ছাত্রদের গ্রীষ্মকালীন প্লেসমেন্টের জন্য অনলাইন ওয়েব-ভিত্তিক আবেদনপত্রের মাধ্যমে বা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কন্ট্রোল অফিসে আবেদন করতে হবে।
আরও পড়ুন- মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল হাই কোর্ট! আবেদন শুরু ৩০ নভেম্বর থেকে...
বিদেশি ছাত্রদের তাদের নির্ধারিত ফর্মে আবেদন পূরণ করতে হবে এবং এই ঠিকনায় মেইল করতে হবে- The Chief General Manager Reserve Bank of India Human Resource Management Department (Training & Development Division), Central Office, 21st Floor, Central Office Building, Shahid Bhagat Singh Road, Mumbai – 400 001