TRENDING:

CMLRE Recruitment 2021: ম্যানেজার এবং সায়েন্টিস্ট পদে নিয়োগ; কী ভাবে আবেদন করবেন জেনে নিন!

Last Updated:

CMLRE-এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.acmlre.gov.in/-এ গিয়ে প্রার্থীরা এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সেন্টার ফর মেরিন লিভিং রিসোর্সেস এবং ইকোলজির (Centre for Marine Living Resources and Ecology) বিভিন্ন পদে নিয়োগ চলছে। সম্প্রতি সেন্টার ফর মেরিন লিভিং রিসোর্সেস এবং ইকোলজির অধীনে প্রজেক্ট ম্যানেজার, সায়েন্টিস্ট এবং অন্যান্য পদের জন্য নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র চাওয়া হয়েছে। যোগ্য এবং উৎসাহী প্রার্থীরা শীঘ্রই আবেদনপত্র জমা দিতে পারেন। CMLRE-এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.cmlre.gov.in/-এ গিয়ে প্রার্থীরা এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন।
advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীরা ১৭ অগাস্ট, বিকেল ৫টা, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।

বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, CMLRE-এর আওতায় প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট সায়েন্টিস্ট, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট ইত্যাদি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে, প্রার্থীদের আপাতত অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে।

advertisement

শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট পদের সংখ্যা ৫০টি রয়েছে বলে জানানো হয়েছে।

শূন্যপদের বিবরণ

প্রজেক্ট ম্যানেজার: ১টি পদ

প্রজেক্ট সায়েন্টিস্ট -III: ২টি পদ

প্রজেক্ট সায়েন্টিস্ট -II: ১৫টি পদ

প্রজেক্ট সায়েন্টিস্ট -I, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট -II/SRF, প্রজেক্ট অ্যাসোসিয়েট -I/JRF সব মিলিয়ে মোট ৩৫টি পদ।

প্রার্থীরা আবেদনের জন্য সরাসরি এই লিঙ্কে ক্লিক করতে পারেন- https://incois.gov.in/jobs/cmlre0721/home.jsp

advertisement

কী ভাবে আবেদন করতে হবে?

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

প্রথমে সেন্টার ফর মেরিন লিভিং রিসোর্সেস এবং ইকোজলজির অফিসিয়াল ওয়েবসাইটে https://www.cmlre.gov.in/ গিয়ে কেরিয়ার ট্যাব অপশনে ক্লিক করে সম্পূর্ণ নোটিফিকেশটি ভালো ভাবে পড়তে হবে। নোটিফিকেশনের অ্যাপলাই লিঙ্কে ক্লিক করে নিজেদের নাম রেজিস্টারের জন্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এর পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে আবেদনপত্রের জন্য লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। এর সঙ্গে সমস্ত ডকুমেন্টের স্ক্যান করা কপি সাবমিট করতে হবে। সব শেষে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন!

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
CMLRE Recruitment 2021: ম্যানেজার এবং সায়েন্টিস্ট পদে নিয়োগ; কী ভাবে আবেদন করবেন জেনে নিন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল