সংস্থার তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীরা ১৭ অগাস্ট, বিকেল ৫টা, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, CMLRE-এর আওতায় প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট সায়েন্টিস্ট, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট ইত্যাদি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে, প্রার্থীদের আপাতত অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট পদের সংখ্যা ৫০টি রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিবরণ
প্রজেক্ট ম্যানেজার: ১টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট -III: ২টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট -II: ১৫টি পদ
প্রজেক্ট সায়েন্টিস্ট -I, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট -II/SRF, প্রজেক্ট অ্যাসোসিয়েট -I/JRF সব মিলিয়ে মোট ৩৫টি পদ।
প্রার্থীরা আবেদনের জন্য সরাসরি এই লিঙ্কে ক্লিক করতে পারেন- https://incois.gov.in/jobs/cmlre0721/home.jsp
কী ভাবে আবেদন করতে হবে?
প্রথমে সেন্টার ফর মেরিন লিভিং রিসোর্সেস এবং ইকোজলজির অফিসিয়াল ওয়েবসাইটে https://www.cmlre.gov.in/ গিয়ে কেরিয়ার ট্যাব অপশনে ক্লিক করে সম্পূর্ণ নোটিফিকেশটি ভালো ভাবে পড়তে হবে। নোটিফিকেশনের অ্যাপলাই লিঙ্কে ক্লিক করে নিজেদের নাম রেজিস্টারের জন্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এর পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে আবেদনপত্রের জন্য লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। এর সঙ্গে সমস্ত ডকুমেন্টের স্ক্যান করা কপি সাবমিট করতে হবে। সব শেষে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন!