শূন্যপদের বিবরণ:
মোট ১১৯টি পদে নিয়োগ হবে। প্রত্যেকটিই স্কুলের প্রিন্সিপাল পদ।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে ২০ অক্টোবর, ২০২১ পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীরা পঞ্জাব পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ppsc.gov.in-এ গিয়ে নোটিফিকেশনটি দেখে নিতে পারেন।
আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর হলেও আবেদন পত্রের ফি দেওয়ার শেষ তারিখ ২৭ অক্টোবর, ২০২১।
advertisement
আরও পড়ুন: ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশনে হাজার হাজার শূন্যপদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন? জানুন...
আরও পড়ুন: ভারতীয় ডাক বিভাগে বিপুল শূন্যপদে নিয়োগ, দশম শ্রেণি পাশ হলে আজই আবেদন করুন...
বয়সসীমা:
এই ১১৯টি পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ ও সর্বোচ্চ ৩৭ হতে হবে।
আবেদনের ফি:
পঞ্জাবের SC, ST বা পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের জন্য আবেদনের ফি ৭৫০ টাকা। এক্স সার্ভিসম্যান, EWS, বিশেষ ভাবে সক্ষম বা লিনিয়াল অফ ডিসেনডেন্টস অফ এক্স সার্ভিসম্যান (LDESM)-এর জন্য আবেদন পত্রের ফি ৫০০ টাকা। বাকি জেনেরাল ক্যাটাগরির প্রার্থী, স্পোর্টস পার্সন বা দেশের শহিদ পরিবারের প্রার্থীদের জন্য ফি ধার্য করা হয়েছে ১৫০০।
আবেদন প্রক্রিয়া:
১. আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে পঞ্জাব পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ppsc.gov.in-এ যেতে হবে।
২. হোম পেজ খুলবে একটি, সেখানে অ্যাডভারটাইজমেন্ট ট্যাব খুলতে হবে।
৩. আবেদনপত্রটি পাওয়া যাবে, সেটি পূরণ করতে হবে।
৪. এবার ছবি ও সই আপলোডের জায়গা আসবে, সেখানে নিজের ছবি ও সই (সঠিক ফরম্যাটে তৈরি করে রাখা, সঠিক সাইজে কেটে রাখা) আপলোড করতে হবে।
এর পর সিস্টেম ব্যাঙ্ক চালান ডাউনলোড করে আবেদন পত্র বাবদ ফি জমা দিতে হবে। প্রয়োজনে ভবিষ্যতের জন্য আবেদনপত্রটি প্রিন্ট আউট করে রাখতে হবে।
আবেদনের আগে অবশ্যই গুরুত্বপূর্ণ নথির তথ্য হাতের সামনে রাখতে হবে যাতে আবেদনের সময়ে কোনও সমস্যা না হয়। এছাড়াও আগে থেকে সই ও ছবি নোটিফিকেশন দেখে নির্দিষ্ট ফরম্যাট ও সাইজে কেটে রাখতে হবে যাতে আপলোডের সময় কোনও সমস্যা না হয়। আবেদনের পূর্বে শূন্যপদে আবেদনের যোগ্যতা দেখে নেওয়া যেতে পারে।