শূন্যপদের বিবরণ:
মোট ২৪টি শূন্যপদে নিয়োগের (Recruitment 2021) জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে IIT হায়দরাবাদ (IIT Hyderabad Recruitment 2021)। রয়েছে একজিকিউটিভ ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল), সিনিয়র টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট, জুনিয়র মেডিক্যাল অফিসার, জুনিয়র সাইকোলজিক্যাল কাউন্সেলর, জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল), জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট, জুনিয়র টেকনিশিয়ান, মাল্টি স্কিল টাস্কিং অ্যাসিসটেন্ট জুনিয়র (ইলেকট্রিক্যাল) পদ। এর মধ্যে-
advertisement
একজিকিউটিভ ইঞ্জিনিয়র (ইলেকট্রিক্যাল)-এ রয়েছে ১টি শূন্যপদ
সিনিয়র টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট-এ রয়েছে ১টি শূন্যপদ
জুনিয়র মেডিক্যাল অফিসার-এ রয়েছে ১টি শূন্যপদ
জুনিয়র সাইকোলজিক্যাল কাউন্সেলর পদে রয়েছে ১টি শূন্যপদ
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) পদে রয়েছে ২টি শূন্যপদ
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে রয়েছে ২টি শূন্যপদ
টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট পদে রয়েছে ৭টি শূন্যপদ
জুনিয়র টেকনিশিয়ানে রয়েছে ৮টি শূন্যপদ
মাল্টি স্কিল টাস্কিং অ্যাসিসটেন্ট জুনিয়র (ইলেকট্রিক্যাল)-এ রয়েছে ১টি শূন্যপদ।
আরও পড়ুন: অসম রাইফেলসে নিয়োগ ব়্যালি ডিসেম্বরে, শুরু হয়ে গিয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া...
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন প্রক্রিয়া (Recruitment 2021) শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবেদন করা যাচ্ছে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট https://staff.recruitment.iith.ac.in/ থেকে। আবেদনের শেষ তারিখ ১১ অক্টোবর, ২০২১।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | IIT হায়দরাবাদ |
পদের নাম | ৯টি ভিন্ন পদে নিয়োগ হবে |
শূন্যপদের সংখ্যা | ২৪ |
কাজের স্থান | IIT হায়দরাবাদ |
আবেদনের শেষ তারিখ | ১১ অক্টোবর, ২০২১ |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি, তবে যোগ্যতার সঙ্গে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় |
আবেদন পদ্ধতি | অনলাইন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আরও পড়ুন: দারুন খবর! পুলিশের নতুন 'স্পেশ্যালিস্ট' পদে হাজার হাজার নিয়োগ, এক ক্লিকে বিস্তারিত...
আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য:
বয়সসীমা, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা দেখে আবেদনের শেষ তারিখ ১১ অক্টোবর। পরে আবেদনপত্রের ত্রুটি ঠিক করা যাবে কি না সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে, কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কারও যদি ডিগ্রি, ডিপ্লোমা বা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকার পর কাজের অভিজ্ঞতা থাকে, তাকেই অগ্রাধিকার দেওয়া হবে। কোনও পার্ট টাইম কাজকে অভিজ্ঞতা হিসেবে ধরা হবে না।
আবেদনের আগে অবশ্যই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।