পঞ্জাব পুলিশে নিয়োগে শূন্যপদের বিবরণ
মোট ২৬০৭টি পদে নিয়োগ করবে পঞ্জাব পুলিশ। যার মধ্যে ২৬৭টি পদ খালি রয়েছে সাব ইনস্পেক্টরের এবং ২৩৪০টি পদ খালি রয়েছে কনস্টেবলের।
পঞ্জাব পুলিশে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বেশ কয়েকদিন আগেই। পূর্বে এই আবেদনের শেষ তারিখ ধার্য করা হয়েছিল ২৯ সেপ্টেম্বর, ২০২১। পরে তা বাড়িয়ে আগামী মাস পর্যন্ত নিয়ে হয়েছে। বর্তমানে এই ২৬০৭টি পদের জন্য আবেদন করা যাবে ১০ অক্টোবর, ২০২১ পর্যন্ত।
advertisement
পঞ্জাব পুলিশে নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা
আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছর।
পঞ্জাব পুলিশে নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা
পঞ্জাব পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি রয়েছে। যোগ্যতা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য সেই বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
এক্ষেত্রে বলে রাখা ভালো, ইচ্ছুক প্রার্থীদের উচ্চতা দেখা হবে।
পঞ্জাব পুলিশে নিয়োগে শূন্যপদে আবেদনের ফি
১. সাব ইন্সপেক্টর পদে আবেদনের জন্য জেনেরাল ক্যাটাগরির প্রার্থীদের ২০০০ টাকা করে দিতে হবে। SC/ST/BC ক্যাটাগরির প্রার্থীদের ১১০০ টাকা করে দিতে হবে। EWS প্রার্থীদের ১১০০ টাকা করে দিতে হবে এবং এক্স সার্ভিসম্যান ও লিনিয়াল ডিসেনডেন্টসদের ৯০০ টাকা করে ফি দিতে হবে।
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI ট্রানজাকশনের মাধ্যমে এই ফি দেওয়া যেতে পারে।
পঞ্জাব পুলিশে নিয়োগে শূন্যপদে আবেদনের প্রক্রিয়া
১. আবেদন করা যাবে অনলাইনে। আবেদনের প্রথমেই পঞ্জাব পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.punjabpolice.gov.in -তে যেতে হবে
২. সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার পর নিজের নাম রেজিস্টার করতে হবে
৩. এবার আবেদন পত্র মিলবে, আবেদনপত্রটি পূরণ করতে হবে
৪. গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে
৫. আবেদনের ফি দিতে হবে
৬. আবেদনের ফি দেওয়া সম্পূর্ণ হলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে
এক নজরে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য -
সংস্থা - পঞ্জাব পুলিশ
পদ - কনস্টেবল ও সাব ইন্সপেক্টর
পদের সংখ্যা - ২৬০৭
বয়স সীমা - ১৮ থেকে ২৮
আবেদন শুরু - আবেদন চলছে
আবেদনের শেষ তারিখ - ১০ অক্টোবর, ২০২১
আবেদনের মাধ্যম - অনলাইন
গুরুত্বপূর্ণ ওয়েবসাইট - www.punjabpolice.gov.in
আবেদনের যোগ্যতা - উচ্চতা দেখা হবে, বাকি তথ্য বিজ্ঞপ্তিতে মিলবে