স্টাফ সিলেকশন কমিশন জেনেরাল ডিউটি নিয়োগের শূন্যপদের সংখ্যা:
জানা গিয়েছে যে সব মিলিয়ে মোট ২৫,২৭১ পদে কর্মী নিয়োগ করা হবে।
স্টাফ সিলেকশন কমিশন জেনেরাল ডিউটির কর্মস্থান:
বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Security Force), সংক্ষেপে BSF, সে্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force), সংক্ষেপে CISF, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (Central Reserve Police Force), সংক্ষেপে CRPF, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (Indo-Tibetan Border Police), সংক্ষেপে ITBP, সশস্ত্র সীমা বল (Sashastra Seema Bal), সংক্ষেপে SSB-তে এই ২৫,২৭১ কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে স্টাফ সিলেকশন কমিশন।
advertisement
স্টাফ সিলেকশন কমিশন জেনেরাল ডিউটি নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ:
১৭ জুলাই, ২০২১ থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়েছে, ৩১ অগস্ট, ২০২১ পর্যন্ত সময় আছে।
স্টাফ সিলেকশন কমিশন জেনেরাল ডিউটি নিয়োগের শিক্ষাগত যোগ্যতা:
দশম শ্রেণি পাস হলেই এই দুই পদের যে কোনও একটির জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা।
স্টাফ সিলেকশন কমিশন জেনেরাল ডিউটি নিয়োগের বয়সগত যোগ্যতা:
আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে থাকা বাঞ্ছনীয়।
স্টাফ সিলেকশন কমিশন জেনেরাল ডিউটি নিয়োগ প্রক্রিয়া:
যোগ্য প্রার্থীদের প্রথমে একটি পরীক্ষার জন্য ডাকা হবে, যার তারিখ সেপ্টেম্বরে মাসে ঘোষণা করবে স্টাফ সিলেকশন কমিশন। অতিরিক্ত তথ্যের জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।