ওপিএসসি রিক্রুটমেন্ট ২০২১:- শূন্যপদ ও তারিখ
আবেদন প্রক্রিয়া ৬ জুলাই মঙ্গলবার শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ করা হয়েছে ৮ অগস্ট। মোট ১৭টি শূন্যপদের জন্য প্রার্থী বাছাই করা হবে।
ওপিএসসি রিক্রুটমেন্ট ২০২১:- বয়সসীমা
আবেদনকারী প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এর কম বা বেশি হলে আবেদন বাতিল করা হবে।
advertisement
ওপিএসসি রিক্রুটমেন্ট ২০২১:- আবেদন ফি
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। SC/ST ক্যাটাগরির প্রার্থী ও দিব্যাঙ্গ (যাঁদের ৪০ শতাংশ স্থায়ী দিব্যাঙ্গতা রয়েছে) প্রার্থীদের আবেদন ফির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
ওপিএসসি রিক্রুটমেন্ট ২০২১:- যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে সরকার কর্তৃক স্বীকৃত কোনও ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্স / অ্যাপ্লায়েড ইকোনমিক্স / স্ট্যাটিস্টিক / অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক বিভাগে সেকেন্ড ডিভিশনে উত্তীর্ণ হতে হবে।
ওপিএসসি রিক্রুটমেন্ট ২০২১:- নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষা ও ভোকাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
ওপিএসসি রিক্রুটমেন্ট ২০২১:- কী ভাবে আবেদন করতে হবে
প্রথমে ওপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
হোম পেজে গিয়ে অ্যাপ্লাই ট্যাবে ক্লিক করতে হবে।
এর পর একটি নতুন পেজ খুলবে।
নিউ ইউজার ট্যাবে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
এবার ফোন নম্বর ও ই-মেল আইডি পূরণ করতে হবে।
এবার ফোন বা ই-মেলে আসা OTP দিয়ে প্রবেশ করতে হবে।
সমস্ত প্রয়োজনীয় বিশদ পূরণ করতে হবে।
এর পর আবেদন ফি জমা করতে হবে।
সব হয়ে গেলে সাবমিট করে একটি হার্ড কপি নিজের কাছে রেখে দিতে হবে।