TRENDING:

ONGC recruitment 2021: GATE উত্তীর্ণদের জন্য সুখবর! ONGC-তে প্রচুর পদে নিয়োগ, শীঘ্রই আবেদন করুন

Last Updated:

সম্প্রতি অয়েল এবং ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের (Oil and Natural Gas Corporation Limited) তরফে গ্র্যাজুয়েট ট্রেনি পদে নিয়োগের কাজ শুরু হয়েছে (ONGC recruitment 2021)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি অয়েল এবং ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের (Oil and Natural Gas Corporation Limited) তরফে গ্র্যাজুয়েট ট্রেনি পদে নিয়োগের কাজ শুরু হয়েছে (ONGC recruitment 2021)। ২০২০ Gate উত্তীর্ণরা ইঞ্জিনিয়ারিং এবং জিও-সায়েন্স ডিসিপ্লিনে আবেদন করতে পারেন (ONGC recruitment 2021)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ONGC-এর অফিসিয়াল ওয়েবসাইটে www.ongcindia.com গিয়ে খোঁজ নিতে পারেন (ONGC recruitment 2021)।
GATE উত্তীর্ণদের জন্য সুখবর! ONGC-তে প্রচুর পদে নিয়োগ, শীঘ্রই আবেদন করুন
GATE উত্তীর্ণদের জন্য সুখবর! ONGC-তে প্রচুর পদে নিয়োগ, শীঘ্রই আবেদন করুন
advertisement

ONGC recruitment 2021: আবেদনের তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ১২ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে ONGC-এর অফিসিয়াল ওয়েবসাইটেই www.ongcindia.com আবেদনপত্র পাওয়া যাবে।
ONGC recruitment 2021: শূন্যপদের সংখ্যা প্রতিষ্ঠানের তরফে মোট ৩১৩টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানঅ হয়েছে ।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: সংস্থা: অয়েল এবং ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC) পদের নাম: গ্যাজুয়েট ট্রেনি শূন্যপদের সংখ্যা: ৩১৩ কাজের স্থান: কিছু জানানও হয়নি কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত নির্বাচন পদ্ধতি: কিছু জানানও হয়নি আবেদন প্রক্রিয়া শুরু: ২২.০৯.২০২১ শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানও হয়নি বেতনক্রম: কিছু জানানও হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন আবেদনের শেষ দিন: ১২.১০.২০২১
ONGC recruitment 2021: আবেদন ফি জেনারেল/ ওবিসি এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বর্গের প্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। তবে তপশীলি জাতি, উপজাতি ও শারীরিক প্রতিবন্দীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
ONGC recruitment 2021: বয়সসীমা অসংরক্ষিত এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বর্গের প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ বছর বয়সসীমা ধার্য করা হয়েছে। AEE (ড্রিলিং এবং সিমেনটিং) পদের জন্য ২৮ বছরের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। ওবিসি (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৩ বছর এবং AEE (ড্রিলিং এবং সিমেনটিং) পদের জন্য ৩১ বছর বলা হয়েছে। তপশীলি জাতি, উপজাতি বর্গের প্রার্থীদের ৩৫ বছর AEE (ড্রিলিং এবং সিমেনটিং) পদের জন্য ৩৩ বছর বলা হয়েছে।
ONGC recruitment 2021: কীভাবে আবেদন করতে হবে? স্টেপ-১ প্রার্থীদের প্রথমে ONGC-এর অফিসিয়াল ওয়েবসাইটে www.ongcindia.com যেতে হবে। স্টেপ-২ এরপর ক্যারিয়ার ট্যাবের অন্তর্গত ‘Recruitment of GTs in Engineering & Geoscience disciplines through GATE 2020 score’ লিঙ্কে ক্লিক করতে হবে। স্টেপ-৩ এরপর নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করে Gate ২০২০ সালের রেজিস্ট্রেশন নম্ব্র এবং মেইল আইডি দিতে হবে। স্টেপ-৪ প্রার্থীরা এরপর ছবি ও সিগনেচার আপলোড করে আবেদন ফি সহ আবেদনপত্রটি জমা করাতে পারবেন। স্টেপ-৫ প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্তে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারলে ভালো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

আরও পড়ুন: দশম শ্রেণি উত্তীর্ণদের জন্য ভারতীয় রেলওয়েতে কাজের সুযোগ, আজই আবেদন করুন

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ONGC recruitment 2021: GATE উত্তীর্ণদের জন্য সুখবর! ONGC-তে প্রচুর পদে নিয়োগ, শীঘ্রই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল