২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্রভাব হাজার হাজার স্কুলে! কী হবে বাংলার শিক্ষার ভবিষ্যৎ?
রোদের আঁচ যতই বাড়ুক, শুকোবে না গোলাপ! গাছ উপচে পড়বে তরতাজা ফুলে…করুন এই ছোট্ট কাজ! কোনও খরচাই নেই
হুগলির রিষড়ায় রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের বোস হাউস ক্যাম্পাস। এই ক্যাম্পাসেই শুরু হয়েছে ইউটিউব ভিডিও মেকিং থেকে নার্সিং অ্যাসিস্ট্যান্ট সহ এডভান্স কম্পিউটার সংক্রান্ত একাধিক শর্ট টাইম কোর্স। যা অল্প সময়ে পড়াশোনার মধ্যেই পুঁথিগত শিক্ষার সঙ্গে হাতে-কলমে শিক্ষলাভ করবে পড়ুয়ারা। যা করে খুব সহজেই ইন্টার্নশীপ ও চাকরির মতন জায়গায় নিজেদের পৌঁছাতে পারবেন ছাত্র-ছাত্রীরা, এমনটাই মনে করছেন ওই ক্যাম্পাসের মহারাজ স্বামী উমাপদ নন্দ।
advertisement
রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বোস হাউস ক্যাম্পাসে শুধু ছাত্ররা নয় একসঙ্গে ছাত্র এবং ছাত্রী উভয়েই পড়াশোনা করতে পারবেন। বিভিন্ন শর্ট টাইম কোর্স যা চালু করেছে রামকৃষ্ণ মিশন সেটি পুরোটাই চাকরিভিত্তিক প্রশিক্ষণের জন্য। এখান থেকে পড়াশোনা করে ইতিমধ্যেই অনেকে অনেক জায়গায় চাকরি করতে শুরু করেছেন। খুবই স্বল্প খরচে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রেখে চালু হয়েছে একগুচ্ছ নতুন কোর্স। যেখান থেকে পড়াশোনা করে আগামী দিনে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছেন রামকৃষ্ণ মিশন বোস হাউজের পড়ুয়ারা।
কী কী কোর্স রয়েছে স্বল্প সময় পড়ার জন্য?
যোগা থেরোপি – ৪মাস – ৮ ০০০টাকা
কমিউনিটিটি ইংলিশ- ৪মাস – ৩৫০০টাকা
বেসিক কম্পিউটার – ৪মাস – ৩৫০০ টাকা
এমপ্লয়মেন্ট এনহ্যান্স প্রোগ্রাম- ৬মাস – ১২৫০০টাকা
এডভান্স এক্সেল- ৬মাস – ৭০০০টাকা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি- ৬ মাস- ৭০০০টাকা
এডভান্স এ আই – ৬মাস – ১২০০০টাকা
সিভিল মেকানিক্যাল- ৬মাস- ১০০০০টাকা
নিউজ রিডিং এংকারিং- ৬মাস -৬৫০০টাকা
জেরিয়াটিক কেয়ার – ৬মাস -৬৫০০টাকা
নার্সিং অ্যাসিস্ট্যান্ট
ড্রয়িং- ৬মাস -২৭০০টাকা
আর্ট এন্ড ক্র্যাফট – ৬মাস- ২৭০০টাকা
ডিজিটাল মার্কেটিং- ৬মাস – ৮৫০০টাকা
ফিল্ম মেকিং – ৬মাস -৮৫০০টাকা
যোগা বডি মাইন্ড medisin- ৬মাস -২৭০০টাকা
দৈনন্দিন জীবনে কথামৃত – ৬মাস -২৭০০টাকা
মন্ত্র উচ্চারণ ক্লাস- ৬মাস -২৭০০টাকা
বাংলা লোকগীতি – ১২মাস – ৩৮০০টাকা
ধ্রুপদ গান -১২মাস -৩৮০০টাকা
এসরাজ -১২মাস-৩৮০০টাকা
রামকৃষ্ণ বিবেকানন্দ গীতি -১২মাস -৩৮০০টাকা
তিন কবির গান – ১২মাস- ৪২০০টাকা
রাহী হালদার