TRENDING:

Job Vacancy: বিভিন্ন বিভাগে অশিক্ষক কর্মচারী নিয়োগ করবে NIT আগরতলা, আবেদন সত্বর!

Last Updated:

Job Vacancy: আবেদন করা যাচ্ছে NIT আগরতলার অফিসিয়াল ওয়েবসাইট nita.ac.in থেকে। প্রক্রিয়াটি চলবে এই মাসের শেষ পর্যন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা: অশিক্ষক কর্মচারী পদে নিয়োগ (Job Vacancy) করতে চলেছে NIT আগরতলা। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবেদন করা যাচ্ছে NIT আগরতলার অফিসিয়াল ওয়েবসাইট nita.ac.in থেকে। প্রক্রিয়াটি চলবে এই মাসের শেষ পর্যন্ত। চাকরি পাবেন অশিক্ষক কর্মীরা (Job for Non teaching staff)৷
Job Vacancy for Non Teaching Staff -Photo- Representative
Job Vacancy for Non Teaching Staff -Photo- Representative
advertisement

NIT আগরতলায় নিয়োগে শূন্যপদের (Job Vacancy) বিবরণ

আরও পড়ুন - Explained: Hybrid Immunity কী? Covid 19 সংক্রমণের পরে Vaccine নিলে কি ‘এই’ বিষয় তৈরি হচ্ছে শরীরে?

বেশ কয়েকটি অশিক্ষক কর্মচারি পদে বিভিন্ন বিভাগে নিয়োগ হবে।  -

১. ডেপুটি রেজিস্ট্রার পদে ৪টি শূন্যপদ

২. ডেপুটি লাইব্রেরিয়ান পদে ১টি শূন্যপদ

advertisement

৩. অ্য়াসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে পদে ২টি শূন্যপদ

৪. অ্য়াসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে রয়েছে ১টি শূন্যপদ

৫. একজিকিউটিভ ইঞ্জিনিয়ার- সিভিল পদে রয়েছে ১টি শূন্যপদ

৬. সিনিয়র মেডিক্যাল অফিসার পদে রয়েছে ১টি শূন্যপদ

৭. মেডিক্যাল অফিসার পদে রয়েছে ২টি শূন্যপদ

৮. স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অফিসার পদে রয়েছে ২টি শূন্যপদ

৯. সায়েন্টিফিক টেকনিক্যাল অফিসার পদে রয়েছে ৩টি শূন্যপদ

advertisement

১০. সুপারিনটেনডেন্ট পদে রয়েছে ৫টি শূন্যপদ

১১. পার্সোনাল অ্য়াসিস্ট্যান্ট পদে রয়েছে ১টি শূন্যপদ

১২. টেকনিক্যাল অ্য়াসিস্ট্যান্ট পদে রয়েছে ৭টি শূন্যপদ

১৩. অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার- সিভিল পদে রয়েছে ২টি শূন্যপদ

১৪. অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র- সিভিল / ইলেকট্রিক্যাল পদে রয়েছে ৪টি শূন্যপদ

১৫. জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল/ ইলেকট্রিক্যাল পদে রয়েছে ৭টি শূন্যপদ

১৬. লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্য়াসিস্ট্যান্ট পদে রয়েছে ৫টি শূন্যপদ

advertisement

১৭. SAS অ্য়াসিস্ট্যান্ট পদে রয়েছে ২টি শূন্যপদ

১৮. ফার্মাসিস্ট পদে রয়েছে ১টি শূন্যপদ

১৯. অফিসার অ্যাটেনডেন্ট বা ল্যাব অ্যাটেনডেন্ট পদে রয়েছে ১১টি শূন্যপদ

২০. জুনিয়র অ্য়াসিস্ট্যান্ট পদে রয়েছে ১০টি শূন্যপদ

২১. সিনিয়র ন পদে রয়েছে ৬টি শূন্যপদ

২২. টেকনিশিয়ান পদে রয়েছে ১৮টি শূন্যপদ

২৩. সিনিয়র টেকনিশিয়ান পদে রয়েছে ৯টি শূন্যপদ

advertisement

আরও পড়ুন- Virat Kohli Captaincy Dispute: সংসারের মতোই ভারতীয় ড্রেসিংরুমে দীর্ঘদিনের লুকানো অশান্তি, বিরাট কোহলি -র বিরুদ্ধে অনেক ক্ষোভ

NIT আগরতলায় নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত।

NIT আগরতলায় নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা

কোন পদে কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে যে বিষয়ে কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। তবে, তথ্যের জন্য NIT আগরতলার ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশনটি দেখে নেওয়া যেতে পারে।

NIT আগরতলায় বেতন কাঠামো

বিভিন্ন পদে বিভিন্ন পে স্কেলে বেতন দেওয়া হবে। প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। নোটিফিকেশনে এই তথ্যটিও মিলবে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য

সংস্থা - NIT আগরতলা

শূন্যপদ - ১০৫

পদ - বিভিন্ন বিভাগে অশিক্ষক কর্মচারী নিয়োগ

বেতন - বিভিন্ন বিভাগে বেতন কাঠামো ভিন্ন

বয়সসীমা - জানানো হয়নি

আবেদন শুরু - আবেদন প্রক্রিয়া চলছে

আবেদনের শেষ তারিখ - ৩০.০৯.২০২১

আবেদনের মাধ্যম - অনলাইন

আবেদন করা যাবে - nita.ac.in থেকে

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

নিয়োগ প্রক্রিয়া - জানানো হয়নি

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: বিভিন্ন বিভাগে অশিক্ষক কর্মচারী নিয়োগ করবে NIT আগরতলা, আবেদন সত্বর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল