TRENDING:

AIIMS Faculty Recruitment 2022: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের অধীনে অধ্যাপক নিয়োগ! জানুন বিস্তারিত

Last Updated:

AIIMS Faculty Recruitment 2022: প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি রাজকোট, গুজরাতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের (All India Institute of Medical Sciences) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন বিষয়ে ফ্যাকাল্টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

AIIMS Faculty Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন শুরু হয়েছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

AIIMS Faculty Recruitment 2022: শূন্যপদের বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৮২টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

প্রফেসর ১৮টি পদ
অ্যাডিশনাল প্রফেসর ১৩টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর ১৬টি
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ৩টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

advertisement

সংস্থা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, রাজকোট, গুজরাত (All India Institute of Medical Sciences)
পদের নাম ফ্যাকাল্টি
শূন্যপদের সংখ্যা ৮২
কাজের স্থান রাজকোট, গুজরাত
কাজের ধরন বিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
আবেদন শুরু বর্তমানে চলছে
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
আবেদনের শেষ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে

advertisement

AIIMS Faculty Recruitment 2022: বয়সসীমা

প্রফেসর/অ্যাডিশনাল প্রফেসর পদের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৫৮ বছরের মধ্যে হতে হবে। অ্যাসোসিয়েট প্রফেসর/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য বয়সের উর্ধ্বসীমা ৫০ বছর।

AIIMS Faculty Recruitment 2022: আবেদন ফি

জেনারেল, ওবিসি প্রার্থীদের জন্য আবেদনের ফি ৩০০০ টাকা, বেঞ্চমার্ক প্রতিবন্ধী প্রার্থী/ এসটি/ এসসি/ মহিলা প্রার্থী/ ইডব্লুএস প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০০ টাকা। প্রার্থীদের “AIIMS Rajkot Recruitment”-এ ডিমান্ড ড্রাফট আকারে ফি জমা দিতে হবে।

advertisement

AIIMS Faculty Recruitment 2022: আবেদন পদ্ধতি

প্রার্থীরা নিম্নোক্ত ঠিকানায় পেমেন্ট ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারেন। প্রার্থীদের আবেদনপত্র যথাযথ ভাবে পূরণ করে প্রতিষ্ঠানের এই ঠিকানায় ‘Recruitment Cell, Deputy Director (Admin), AIIMS, Rajkot, Temporary Campus, PDU Medical College & Civil Hospital, Rajkot 360001’পাঠাতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, সম্পূর্ণ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক https://aiimsrajkot.edu.in/sites/default/files/inline-files/Faculty%20Recruitment%20Notification%2C%20July%202022%2C%20AIIMS%20Rajkot.pdf করে দেখতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
AIIMS Faculty Recruitment 2022: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের অধীনে অধ্যাপক নিয়োগ! জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল