NPCC Recruitment 2021: ইন্টারভিউয়ের তারিখ ও স্থান
প্রতিষ্ঠানের তরফে ৭ অক্টোবর, ২০২১ তারিখে ইন্টারভিউয়ের দিন নির্ধারণ করা হয়েছে। সকাল ১০টা বেজে ৩০ মিনিট থেকে ইন্টারভিউ শুরু হবে। প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্টের অরিজিনাল এবং জেরক্স কপি সঙ্গে নিতে হবে। উল্লিখিত পদের জন্য ইন্টারভিউ হবে এই ঠিকানায়- “NPCC limited, H No. 201 and 202, Mittal Avenue, back side of TATA motors, near magneto mall, labhandih, Raipur, Chhattisgarh-492001”।
advertisement
আরও পড়ুন- Sub Inspector-সহ ৯৭৫ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর থেকে! জেনে নিন যাবতীয় তথ্য...
NPCC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
NPCC Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
সাইট ইঞ্জিনিয়ার: ৫টি পদ
জুনিয়র ইঞ্জিনিয়ার: ৫টি পদ
NPCC Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
সাইট ইঞ্জিনিয়ার পদের জন্য ৬০% নম্বর সহ ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি থাকা আবশ্যক। অন্য দিকে, জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদের জন্য ৬০% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা প্রয়োজন।
এছাড়াও প্রার্থীদের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা NPCC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ন্যাশনাল প্রজেক্টস কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড (NPCC)
পদের নাম: সাইট ইঞ্জিনিয়ার, জুনিয়ার ইঞ্জিনিয়ার
শূন্যপদের সংখ্যা: ১০
কাজের স্থান: মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়
কাজের ধরন: চুক্তিভিত্তিক কাজ
নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: কিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতা: ৬০% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/ ডিপ্লোমা
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি
NPCC Recruitment 2021: বিশেষ ঘোষণা
NPCC প্রতিষ্ঠানের তরফে প্রার্থীদের উদ্দেশে বিশেষ ভাবে বলা হয়েছে যে, ইন্টারভিউয়ে উপস্থিত থাকতে হলে প্রার্থীদের ৭২ ঘন্টা সময়সীমার মধ্যে করা RT PCR টেস্টের রিপোর্ট সঙ্গে আনা বাঞ্ছনীয়। তবে যে সকল প্রার্থীদের ভ্যাকসিনের দু'টি ডোজই নেওয়া হয়ে গিয়েছে তাঁদের টেস্ট রিপোর্টের প্রয়োজন নেই।