১১৪ বছরের পুরনো তথ্যপ্রযুক্তি কোম্পানি আইবিএম-এ ৮ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বিশ্ব জুড়ে রমরমা বেড়ে চলেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI)। বিশ্বের বহু সংস্থা এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI)-র ওপর নির্ভর করে তাদের কাজ করে চলেছে। এর কারণে অধিকাংশ কোম্পানিতে বন্ধ কর্মী নিয়োগ।
আরও পড়ুন: ইচ্ছেই আসল কথা! শ্রমিক বাবার মেয়ে কুসুম বোর্ড পরীক্ষায় যা করে দেখাল, অসাধারণ! লক্ষ্য IIT
advertisement
তেমনই অনেক সংস্থায় কর্মী ছাঁটাইয়ের খবরও এসেছে। তবে যে একবারে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই হয়েছে এমন শোনা যায়নি। এবার হল এমনটাই। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI)-র কারণে চাকরি হারাল বিপুল সংখ্যক কর্মী। এক ধাক্কায় চাকরি গেল ৮ হাজার কর্মীর। তাও তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম-এ হয়েছে কর্মী ছাঁটাই।
আরও পড়ুন: রাত বাড়লেই নিউটাউনে আতঙ্কের ডাক! কে ডাকছে জানেন? ভয়ে কুঁকড়ে কোটি কোটি টাকার ফ্ল্যাটের বাসিন্দারা
যে সমস্ত কর্মীর চাকরি গিয়েছে তাঁরা বেশিরভাগই সংস্থাটির ‘হিউম্যান রিসোর্স (এইচআর)’ বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। বলে রাখা ভাল, সম্প্রতি আইবিএম তাদের ২০০টি এইচআর পদ এআই এজেন্টদের দ্বারা প্রতিস্থাপিত করেছে। তারপরই সংস্থাটি এই পদক্ষেপ করল।