TRENDING:

GRSE Recruitment 2021: গার্ডেন রিচ শিপবিল্ডার্সের ম্যানেজার পদে আবেদনের শেষ তারিখ আজ, জেনে নিন খুঁটিনাটি!

Last Updated:

ইচ্ছুক প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারেন। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২২ জুলাই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ((Garden Reach Shipbuilders & Engineers) বিভিন্ন পদে নিয়োগ চলছে। ইচ্ছুক প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারেন। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২২ জুলাই।
advertisement

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে ম্যানেজার পদের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। এখনও যাঁরা আবেদন করেননি তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন দেখতে পারেন। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শূন্যপদের সংখ্যা ৮টি।

শূন্যপদের বিবরণ:

জেনারেল ম্যানেজার- ২টি পদ।

ডেপুটি জেনারেল ম্যানেজার- ১টি পদ।

অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার- ১টি পদ।

advertisement

সিনিয়র ম্যানেজার- ২টি পদ।

ম্যানেজার ফাইন্যান্স- ১টি পদ।

ডেপুটি ম্যানেজার মেডিক্যাল- ২টি পদ।

প্রার্থীদের বয়সসীমা: UR প্রার্থীদের ক্ষেত্রে জেনারেল ম্যানেজার পদের জন্য সর্ব্বোচ্চ বয়সসীমা ৫২ বছর হতে পারে, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পদের জন্য ৫০ বছর, ডেপুটি জেনারেল পদের জন্য ৪৮ বছর, সিনিয়ার ম্যানেজার পদের জন্য ৪৫ বছর, ম্যানেজার পদের জন্য ৪২ বছর এবং ডেপুটি ম্যানেজার পদের জন্য ৩৫ বছর বয়সসীমা ধার্য করা হয়েছে।

advertisement

কী ভাবে আবেদন করবেন:

গার্ডেন রিচ শিপবিলডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন দেখুন।

ওয়েবসাইটের হোম পেজে গিয়ে এই লিঙ্কে http://www.grse.in/ ক্লিক করুন।

আপনার সামনে স্কিনে একটি নতুন পেজ খুলবে , RECRUITMENT OF OFFICERS [OS: 01/2021] লেখাটিতে ক্লিক করুন।

আবশ্যিক তথ্যগুলি পূরণ করুন এবং সাবমিট করুন।

তার পর অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করুন এবং সমস্ত ডকুমেন্ট আপলোড করুন।

advertisement

আবেদনপত্রটির একটি হার্ডকপি ভবিষ্যতের জন্য সংগ্রহ করে রাখুন।

প্রার্থীদের অবশ্যই সেলফ্‌-অ্যাটেস্টেড অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে ফি বাবদ প্রাপ্ত চালান জমা করতে হবে।

প্রয়োজনীয় তথ্য:

সমস্ত সার্টিফিকেট/ টেস্টিমোনিয়ালের সেলফ্‌-অ্যাটাস্টেড কপিও জমা করতে হবে। জন্ম তারিখের প্রমাণপত্র সহ কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল ও প্রফেশনাল কোয়ালিফিকেশন, এক্সপেরিয়েন্স, CTC/ পে-স্কেল, এক্স-সার্ভিসম্যান, EWS, PH ইত্যাদি প্রয়োজনীয় তথ্য আবেদনপত্রের সঙ্গে পোস্ট করতে হবে।

advertisement

পোস্ট করবেন এই ঠিকানায়:

Post Box No. 3076, Lodhi Road, New Delhi – 110003।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ডাকযোগে পাঠানোর শেষ দিন জুলাই ৩১, ২০২১। এনভেলাপের ওপর “GRSE Employment Notification No. OS: 01/2021” এবং যে পদের জন্য আবেদন করছেন তা লিখে দিতে হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
GRSE Recruitment 2021: গার্ডেন রিচ শিপবিল্ডার্সের ম্যানেজার পদে আবেদনের শেষ তারিখ আজ, জেনে নিন খুঁটিনাটি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল