এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা লাদাখ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে police.ladakh.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Ladakh Police Constable Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা লাদাখ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটেই police.ladakh.gov.in আবেদনপত্র পেয়ে যাবেন।
advertisement
উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা নিয়োগ ও আবেদন বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটিতে https://police.ladakh.gov.in/pages/pdf/order10.pdf গিয়ে খোঁজ নিতে পারেন।
Ladakh Police Constable Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২১৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: লাদাখ পুলিশ (Ladakh Police)
পদের নাম: কনস্টেবল একজিকিউটিভ
শূন্যপদের সংখ্যা: ২১৩
কাজের স্থান: লাদাখ
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: কম্পালসারি টেস্ট ও লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ
বেতনক্রম: কিছু আবেদনের শেষ দিন: জানানো হয়নি
আবেদন পদ্ধতি: কিছু জানানো হয়নি
বিজ্ঞাপন প্রকাশের ৩০ দিনের মধ্যে
আরও পড়ুন- সায়েন্স এডুকেশন এবং রিসার্চ সেন্টারে প্রচুর পদে নিয়োগ! জানুন সব
Ladakh Police Constable Recruitment 2021: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও বোর্ড থেকে দশম শ্রেণি বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশেষ করে আবেদনের পূর্বেই প্রার্থীদের উত্তীর্ণ হওয়া বাঞ্ছনীয়।
Ladakh Police Constable Recruitment 2021: বয়সসীমা
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন- সিআরপিএফ-এ অফিসারের পদে নিয়োগ হবে, কী ভাবে আবেদন করবেন?
Ladakh Police Constable Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের নিয়োগের জন্য কম্পালসারি টেস্ট নেওয়া হবে। সেই সঙ্গে প্রত্যেক প্রার্থীকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (Physical Measurement Test), ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট (Physical Endurance Test), ডকুমেন্ট ও সার্টিফিকেটের ভেরিফিকেশন এবং লিখিত পরীক্ষা নেওয়া নেওয়া হবে। যে সকল প্রার্থীরা উপরে উল্লিখিত সমস্ত রকম পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁদের মোট ৮০ মিনিটের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। সে ক্ষেত্রে আবেদনের পূর্বে সম্পূর্ণ নোটিশটি ভালো করে পড়ে নেওয়াই বাঞ্ছনীয়।