এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৮০০০ আবেদনপত্রের মধ্যে থেকে বাছাই (Shortlisted) করে ৭৮৪ জনকে ডাকা হয়েছে লিখিত পরীক্ষার (Written Examination) জন্য। তাঁদের মধ্যে ৮৪ জন মহিলাও রয়েছেন। ১ অগাস্ট বেলা বারো'টা থেকে এক ঘন্টার একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর তাঁদের মধ্যে থেকে শর্টলিস্ট করে আবেদনকারীদের ইন্টারভিউয়ের (Interview) জন্য ডাকা হবে। সেখান থেকে বাছাই করে ৬ জনকে নিয়োগ করবে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
AVIJIT CHANDA
Location :
First Published :
July 23, 2021 5:46 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NRS Medical College Recruitment 2021: ডোম হতে চেয়ে ১০০ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী, ৫০০ স্নাতকোত্তরের আবেদন! এনআরএসে শোরগোল