TRENDING:

NRS Medical College Recruitment 2021: ডোম হতে চেয়ে ১০০ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী, ৫০০ স্নাতকোত্তরের আবেদন! এনআরএসে শোরগোল

Last Updated:

NRS Medical College Recruitment: ডোম পদে আবেদনকারীদের মধ্যে রয়েছেন ২৫০০ জনের বেশি স্নাতক, ৫০০-র কাছাকাছি স্নাতকোত্তর ডিগ্রিধারী। এমনকি ডোম হতে চেয়ে আবেদন জানিয়েছেন ১০০ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : এনআরএসে (NRS Medical College and Hospital) ডোম নিয়োগের (Morgue Staff Recruitment) বিজ্ঞপ্তি ঘিরে ব্যাপক শোরগোল। ৬টি পদের জন্য আবেদনের পাহাড় জমেছে। হাসপাতাল সূত্রে খবর, ৬ পদের জন্য জমা পড়েছে প্রায় ৮ হাজার আবেদনপত্র (8000 Applications)। আবেদনকারীদের মধ্যে রয়েছেন ২৫০০ জনের বেশি স্নাতক (Graduate), ৫০০-র কাছাকাছি স্নাতকোত্তর ডিগ্রিধারী (Post Graduate)। এমনকি ডোম হতে চেয়ে আবেদন জানিয়েছেন ১০০ জন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীর (Engineer)।
advertisement

এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৮০০০ আবেদনপত্রের মধ্যে থেকে বাছাই (Shortlisted) করে ৭৮৪ জনকে ডাকা হয়েছে লিখিত পরীক্ষার (Written Examination) জন্য। তাঁদের মধ্যে ৮৪ জন মহিলাও রয়েছেন। ১ অগাস্ট বেলা বারো'টা থেকে এক ঘন্টার একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর তাঁদের মধ্যে থেকে শর্টলিস্ট করে আবেদনকারীদের ইন্টারভিউয়ের (Interview) জন্য ডাকা হবে। সেখান থেকে বাছাই করে ৬ জনকে নিয়োগ করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

AVIJIT CHANDA

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NRS Medical College Recruitment 2021: ডোম হতে চেয়ে ১০০ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী, ৫০০ স্নাতকোত্তরের আবেদন! এনআরএসে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল