TRENDING:

Job Vacancy: পাবলিক সার্ভিস কমিশনে অধ্যাপক, লাইব্রেরিয়ানের মতো প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

Job Vacancy: প্রার্থীদের আগামী ২২ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পানাজি: সম্প্রতি গোয়া পাবলিক সার্ভিস কমিশনের (Goa Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা GPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে gpsc.goa.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Job Vacancy- Photo- Representative
Job Vacancy- Photo- Representative
advertisement

GPSC Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২২ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। পেস্ক্রাইব ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন - Lifestyle: ভিটামিন সি-র অভাবে কী কী রোগ হয়? কোন কোন খাবারে রয়েছে উপশমের হদিশ?

GPSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট ১৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

GPSC Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ

ডায়েটিশিয়ান: ১টি পদ

জুনিয়র অপথ্যালমিক সার্জন: ১টি পদ

advertisement

জুনিয়র অর্থোপেডিডিক সার্জন: ১টি পদ

জুনিয়র রেডিওলজিস্ট: ১টি পদ

সার্জারিতে লেকচারার পদ: ৬টি পদ

মেডিসিনে লেকচারার পদ: ১টি পদ

অ্যালাইড হেলথ সায়েন্স কোর্সে সহকারী অধ্যাপক: ২টি পদ

লাইব্রেরিয়ান: ২টি পদ

প্ল্যানিং অফিসার: ২টি পদ

টাউন প্ল্যানার: ১টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: গোয়া পাবলিক সার্ভিস কমিশন (GPSC)

advertisement

পদের নাম: ডায়েটিশিয়ান, জুনিয়র অপথ্যালমিক সার্জন, জুনিয়র অর্থোপেডিক সার্জন, জুনিয়ার রেডিওলজিস্ট, সার্জারিতে লেকচারার পদ, মেডিসিনে লেকচারার পদ, অ্যালাইড হেলথ সায়েন্স কোর্সে সহকারী অধ্যাপক, লাইব্রেরিয়ান, প্ল্যানিং অফিসার, টাউন প্ল্যানার

শূন্যপদের সংখ্যা: ১৯

কাজের স্থান: গোয়া

কাজের ধরন: কিছু জানানো হয়নি

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

advertisement

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অফলাইন

আবেদনের শেষ দিন: ২২.১০.২০২১

GPSC Recruitment 2021: বয়সসীমা

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।

GPSC Recruitment 2021: আবেদন পদ্ধতি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আগ্রহী প্রার্থীদের আগামী ২২ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে পেস্ক্রাইব ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, “EDC House, Block ‘C’, 1st Floor, Dada Vaidya Road, Panaji-Goa 403001”। আবেদন করার পূর্বে আবেদন সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের ওয়াকিবহাল থাকতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি জেরক্স করিয়ে রাখতে পারলে ভালো হয়।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: পাবলিক সার্ভিস কমিশনে অধ্যাপক, লাইব্রেরিয়ানের মতো প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল