TRENDING:

Job Vacancy: Bank of India Recruitment 2021: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে, জেনে নিন

Last Updated:

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই ভ্যাকেন্সি (Job Vacancy) বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই ভ্যাকেন্সি (Job Vacancy) বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে bankofindia.co.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Job Vacancy
Job Vacancy
advertisement

Bank of India Recruitment 2021: আবেদনের তারিখ--

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইন ও অফলাইন-- দু’ভাবেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন - Subrata Mukherjee Passed Away: ‘‘আমার একজন দামী খরিদ্দার চলে গেল’’- চাওয়ালা

Bank of India Recruitment 2021: শূন্যপদের সংখ্যা--

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, মোট ১২টি শূন্য পদ রয়েছে।

advertisement

Bank of India Recruitment 2021: শূন্য পদের বিস্তারিত বিবরণ--

ফ্যাকাল্টি: ১টি পদ

অফিস অ্যাসিস্ট্যান্ট: ৪টি পদ

advertisement

অফিস অ্যাটেন্ডেন্ট: ২টি পদ

ওয়াচম্যান কাম গার্ডেনার: ৪টি পদ

ফাইন্যান্সিয়াল লিটারেসি কাউন্সিলার: ১টি পদ

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য--

সংস্থা: ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India)

পদের নাম: ফ্যাকাল্টি, অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাটেন্ডেন্ট, ওয়াচম্যান কাম গার্ডেনার, ফাইন্যান্সিয়াল লিটারেসি কাউন্সিলার

শূন্য পদের সংখ্যা: ১২

কাজের স্থান: কিছু জানানো হয়নি

কাজের ধরন: কিছু জানানো হয়নি

নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও প্রেজেন্টেশন

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন

আবেদনের শেষ দিন: ১৫.১১.২০২১

আরও পড়ুন - T20 World Cup: টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে চুটিয়ে প্রেম ‘গার্লফ্রেন্ডের’ সঙ্গে, জন্মদিনে যা করলেন কেএল রাহুল

Bank of India Recruitment 2021: আবেদনের যোগ্যতা--

প্রার্থীরা সরাসরি এই লিঙ্কে https://bankofindia.co.in/pdf/Lucknow%20Zone.pdf গিয়ে আবেদনের যোগ্যতা ও অন্যান্য বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পারেন।

Bank of India Recruitment 2021: নির্বাচন পদ্ধতি--

উল্লিখিত পদে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং প্রেজেন্টেশন দিতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য মূলত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। অন্য দিকে অ্যাটেন্ডেন্ট, গার্ডেনার এবং কাউন্সিলার পদের জন্য কেবলমাত্র ইন্টারভিউ নেওয়া হবে।

Bank of India Recruitment 2021: আবেদন পদ্ধতি--

প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্র সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের সঙ্গে ওয়েবসাইটে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: Bank of India Recruitment 2021: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল