IOCL Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৫ নভম্বর থেকে। প্রার্থীদের আগামী ৪ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন- এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে অ্যাপ্রেন্টিস নিয়োগ! রইল বিস্তারিত তথ্য
IOCL Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৫২৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL)
পদের নাম: অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ৫২৭
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু: ০৫.১১.২০২১
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৪.১২.২০২১
আরও পড়ুন- উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ চলছে! আবেদন করুন শীঘ্র
IOCL Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষার দিন ধার্য করা হয়েছে ১৯ ডিসেম্বর, ২০২১ তারিখ। প্রার্থীদের ১২ মাসের ট্রেনিং দেওয়া হবে। ডেটা এন্ট্রি অপারেটরদের (Data Entry Operator) মোট ১৫ মাসের ট্রেনিং এবং রিটেল সেলস অ্যাসোসিয়েটদের (Retail Sales Associate) মোট ১৪ মাসের ট্রেনিং দেওয়া হবে।
IOCL Recruitment 2021: বয়সসীমা
৩১ অক্টোবর, ২০২১ তারিখ অনুযায়ী জেনারেল এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বর্গের প্রার্থীদের জন্য ১৮ থেকে ২৪ বছরের বয়সসীমা ধার্য করা হয়েছে। SC/ST/OBC (NCL)/PwBD ক্যাটাগরির প্রার্থীদের বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হয়েছে।
সরাসরি আবেদন করতে প্রার্থীরা এই লিঙ্কটি https://iocl.formflix.com/ ব্যবহার করতে পারেন।
IOCL Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রথমে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোমপেজের কেরিয়ার অপশনে ক্লিক করতে হবে। এর পর ‘Engagement of Technical and Non -Technical Apprentices in IOCL, Eastern Region (Marketing Division)’ লেখাটিতে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।