ICMR-NIMR Recruitment 2021: শূন্য পদের সংখ্যা-- | প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, এখনও পর্যন্ত মোট ২২টি শূন্য পদ রয়েছে। |
ICMR-NIMR Recruitment 2021: শূন্য পদের বিস্তারিত বিবরণ-- | সায়েন্টিস্ট ‘বি’ (নন-মেডিক্যাল): ১টি পদ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট: ১টি পদ ল্যাব টেকনিশিয়ান: ২টি পদ মাল্টি টাস্কিং স্টাফ: ১টি পদ ডেটা এন্ট্রি অপারেটর: ১টি পদ কনসালট্যান্ট –সায়েন্টিফিক (মেডিক্যাল/ নন-মেডিক্যাল) বায়ো স্ট্যাটিস্টিশিয়ান: ১টি পদ সায়েন্টিস্ট ‘ডি’ (নন-মেডিক্যাল): ১টি পদ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট: ১টি পদ প্রজেক্ট টেকনিশিয়ান-১: ৫টি পদ সিনিয়ার প্রজেক্ট রিসার্চ ফেলো: ১টি পদ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট: ১টি পদ প্রজেক্ট টেকনিশিয়ান-১: ৩টি পদ সিনিয়ার প্রজেক্ট রিসার্চ ফেলো: ৩টি পদ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট: ১টি পদ প্রজেক্ট টেকনিশিয়ান-১: ২টি পদ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য-- | সংস্থা: আইসিএমআর- ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ (ICMR-NIMR) পদের নাম: সায়েন্টিস্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান, মাল্টি টাস্কিং স্টাফ, ডেটা এন্ট্রি অপারেটর ইত্যাদি শূন্য পদের সংখ্যা: ২২ কাজের স্থান: কিছু জানানো হয়নি কাজের ধরন: চুক্তি ভিত্তিক নির্বাচন পদ্ধতি: মূলত ইন্টারভিউ আবেদন প্রক্রিয়া শুরু: কিছু জানানো হয়নি শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: কিছু জানানো হয়নি আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি |
ICMR-NIMR Recruitment 2021: ইন্টারভিউয়ের তারিখ-- | প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের উল্লিখিত পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। সে ক্ষেত্রে আগামী ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে। প্রতিষ্ঠানের তরফে বলা হয়েছে, প্রার্থীদের এই ঠিকানায় ইন্টারভিউ নেওয়া হবে, ‘ICMR-National Institute of Malaria Research, Sector-8, Dwarka, New Delhi -110077’। |
ICMR-NIMR Recruitment 2021: বিশেষ ঘোষণা-- | উল্লিখিত পদগুলির মধ্যে যদি কোনও পদে ৩০ জনের অধিক প্রার্থীরা আবেদন করেন, সে ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। |
advertisement
প্রার্থীরা আবেদনের বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটিতে https://nimr.org.in/index.php/notifications/vacancies ক্লিক করতে পারেন।
Location :
First Published :
October 13, 2021 5:13 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ICMR-NIMR Recruitment 2021: ম্যালেরিয়া রিসার্চ সেন্টারে বিভিন্ন পদে নিয়োগ চলছে, কী ভাবে আবেদন করবেন?