আবেদনের তারিখ:
বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই hindustanpetroleum.com আবেদনপত্র পেয়ে যাবেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড |
পদের নাম | রিসার্চ অ্যাসোসিয়েট |
শূন্যপদের সংখ্যা | কিছু জানানো হয়নি |
কাজের স্থান | বেঙ্গালুরু |
কাজের ধরন | গবেষণা সংক্রান্ত |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | পিএইচডি ডিগ্রি |
বেতনক্রম | মাসিক ৬৫,০০০ থেকে ৮৫,০০০ টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ৩০.১০.২০২১ |
advertisement
আবেদনের যোগ্যতা:
আবেদনের সময় প্রার্থীদের পিএইচডি ডিগ্রি বা প্রভিশনাল পিএইচডি ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়াও স্নাতক, স্নাতকোত্তর স্তরে ৬০% নম্বর থাকতে হবে। গবেষণার ক্ষেত্রে প্রার্থীদের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আরও পড়ুন: আইআইটি কানপুরে জুনিয়র টেকনিশিয়ান ও অন্যান্য পদে নিয়োগ চলছে! কী ভাবে আবেদন করবেন?
বয়সসীমা:
প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ১১ অক্টোবর, ২০২১ তারিখ অনুযায়ী ৩২ বছর হতে পারে।
বিশেষ ঘোষণা:
নির্বাচিত প্রার্থীদের মূলত ১ বছরের সময়সীমায় নিয়োগ করা হবে। পরবর্তীতে কাজের অগ্রগতি বা দক্ষতার ওপরে সময় বাড়ানো যেতে পারে। সর্বোচ্চ ৪ বছরের জন্য প্রার্থীরা কাজ করতে পারবেন।
আরও পড়ুন: ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানির অধীনে দেশে-বিদেশে কাজের সুযোগ! কী ভাবে আবেদন করবেন?
আবেদন পদ্ধতি:
স্টেপ-১ প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Fixed Term Research Associates, R&D Centre, Bengaluru’ লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
স্টেপ-২ এরপর আবেদনপত্র ও অন্যান্য নির্দেশ ভালো করে পরে আবেনপত্রটি পূরণ করতে হবে।
স্টেপ-৩ প্রার্থীদের বর্তমান রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য সার্টিফিকেট এবং ডকুমেন্টের স্ক্যান করা কপি প্রদান করতে হবে।
স্টেপ-৪ আবেদনপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের ১২ ডিজিটের একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে, ভবিষ্যতে লগ-ইনের জন্য সেটি সংরক্ষণ করে রাখতে হবে।
বেতনক্রম:
প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে মাসিক ৬৫,০০০ থেকে ৮৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।