Indian Navy Recruitment 2021: অ্যাপ্রেন্টিস পদ সংক্রান্ত বিশেষ ঘোষণা
আবেদনের তারিখ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ইচ্ছুক প্রার্থীরা আগামী ১ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের ৫০% নম্বর সহ দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আইটিআইতে ৬৫% নম্বর সহ ডিগ্রি থাকা চাই।
শূন্যপদ: প্রতিষ্ঠানের তরফে মোট ২৩০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুন - আটোঁসাঁটো পোশাকে সাদা মাখন ত্বক, Sara Tendulkar-এ মজে Bollywood, তিনি কোন ক্রিকেটারের ছবি করলেন শেয়ার
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইন্ডিয়ান নেভি (Indian Navy) এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স (Indian Air Force)
পদের নাম: অ্যাপ্রেন্টিস, ট্রেডস ম্যান, অফিসার, মাল্টি টাস্কিং স্টাফ
শূন্যপদের সংখ্যা: অ্যাপ্রেন্টিস ২৩০, ট্রেডস ম্যান ৩০০, মাল্টি টাস্কিং স্টাফ ১৭৪
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: সরকারি কাজ
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: অ্যাপ্রেন্টিস দশম শ্রেণ উত্তীর্ণ, আইটিআই ডিগ্রি, ট্রেডস ম্যান দশম শ্রেণি উত্তীর্ণ
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন এবং অফলাইন
আবেদনের শেষ দিন: অ্যাপ্রেন্টিস ০১.১০.২০২১/ অফিসার ০২.১০.২০২১
আরও পড়ুন - LaLiga: Barcelona vs Granada: Lionel Messi অভাবে বর্ণহীন বার্সেলোনা, হটসিটে বদলের ভাবনা ন্যু ক্যাম্পে
Indian Navy Recruitment 2021: ট্রেডসম্যান পদ সংক্রান্ত বিশেষ ঘোষণা
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
শূন্যপদ: প্রতিষ্ঠানের তরফে মোট ৩০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ: প্রার্থীদের মেকানিস্ট, প্লাম্বার, পেইন্টার, টেইলর, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান ইত্যাদি পদে নিয়োগ করা হবে।
Indian Navy Recruitment 2021: অফিসার পদ সংক্রান্ত বিশেষ ঘোষণা
প্রার্থীদের একজিকিউটিভ, টেকনিক্যাল, এবং এডুকেশন ব্রাঞ্চে শর্ট সার্ভিস কমিশন অফিসার হিসেবে নিয়োগ করা হবে।
আবেদনের তারিখ: উল্লিখিত পদের জন্য আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে joinindiannavy.gov.in গিয়ে আবেদন করতে পারেন।
Indian Air Force Recruitment 2021:
আবেদনের তারিখ: ইচ্ছুক প্রার্থীরা তাদের নিকটবর্তী এয়ার ফোর্স ষ্টেশনে গিয়ে অফলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ দিন ২ অক্টোবর, ২০২১।
শূন্যপদ: প্রতিষ্ঠানের তরফে মোট ১৭৪টি শূন্যপদ রয়েছে বলে জানানও হয়েছে।
শূন্যপদের বিবরণ: প্রার্থীদের মাল্টি টাস্কিং স্টাফ, কুক, এলডিসি, স্টোর কিপার, পেইন্টার, সুপারিন্টেনডেন্ট ইত্যাদি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।