TRENDING:

FSSAI Recruitment 2021: কেন্দ্রীয় ফুড সেফটি বিভাগে ২৫৪টি স্থায়ী পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

FSSAI Recruitment 2021: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৮ অক্টোবর থেকে। প্রার্থীদের আগামী ৭ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ভারতের ফুড সেফটি এবং স্ট্যান্ডার্ট অথরিটির (Food Safety and Standard Authority of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা FSSAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে fssai.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আজই আবেদন করুন
আজই আবেদন করুন
advertisement

FSSAI Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৮ অক্টোবর থেকে। প্রার্থীদের আগামী ৭ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।

আরও পড়ুন: https://bengali.news18.com/photogallery/business/check-the-latest-rate-of-gold-and-silver-through-a-missed-call-dc-669676.html

FSSAI Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ২৫৪টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেন্ট্রাল ফুড সেফটি অফিসার এবং অন্যান্য পদে নিয়োগ করা হবে।

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/forgot-epfo-uan-check-how-to-retrieve-and-activate-it-online-dc-669651.html

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ফুড সেফটি এবং স্ট্যান্ডার্ট অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)

পদের নাম: টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেন্ট্রাল ফুড সেফটি অফিসার এবং অন্যান্য

শূন্যপদের সংখ্যা: ২৫৪

কাজের স্থান: কিছু জানানো হয়নি

কাজের ধরন: সরকারি

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: ০৮.১০.২০২১

advertisement

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ০৭.১১.২০২১

FSSAI Recruitment 2021: বয়সসীমা

ফুড অ্যানালিস্ট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (টেকনিক্যাল) এবং ডেপুটি ম্যানেজার পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর বয়সসীমা ধার্য করা হয়েছে।

টেকনিক্যাল অফিসার, সেন্ট্রাল ফুড সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট হিন্দি ট্রান্সলেটর, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আইটি অ্যাসিস্ট্যান্ট প্রমুখদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।

advertisement

জুনিয়ার v গ্রেড-১ কর্মীদের ২৫ বছর সর্বোচ্চ বয়সসীমা ধার্য করা হয়েছে।

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/get-2-lac-rupees-insurance-by-giving-1-rupee-premium-every-month-in-pm-suraksha-bima-yojana-premium-dc-669228.html

FSSAI Recruitment 2021: আবেদন ফি

জেনারেল ক্যাটাগরি ও ওবিসি বর্গের প্রার্থীদের আবেদন ফি বাবদ ১৫০০ টাকা দিতে হবে। অন্য দিকে, তফসিলি জাতি, উপজাতি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বর্গের প্রার্থী, মহিলা ও প্রাক্তন চাকরিজীবিদের জন্য আবেদন ফি ৫০০ টাকা।

advertisement

FSSAI Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রার্থীরা FSSAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। উল্লিখিত পদে সরাসরি আবেদনের জন্য প্রার্থীরা এই লিঙ্কে গিয়েও আবেদন করতে পারেন- https://fssai.gov.in/jobs@fssai.php

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
FSSAI Recruitment 2021: কেন্দ্রীয় ফুড সেফটি বিভাগে ২৫৪টি স্থায়ী পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল