CSIR NIIST Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
CSIR NIIST Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মূলত প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে।
CSIR NIIST Recruitment 2021: আবেদনের যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা এই পদের জন্য যোগ্য।
CSIR NIIST Recruitment 2021: বিশেষ ঘোষণা
প্রার্থীদের প্রতিটি পদের জন্য পদ সংলগ্ন নির্দিষ্ট কোড নির্দেশ করে আলাদা আবেদনপত্র জমা দিতে হবে। অসম্পূর্ণ এবং বিলম্বিত আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রতিষ্ঠান সূত্রে বিশেষ ভাবে জানানো হয়েছে যে, কোনও প্রকার রাজনৈতিক প্রভাব বা অন্য ভাবে নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করলে প্রার্থীদের অযোগ্য ঘোষণা করা হবে।
আরও পড়ুন: মেট্রো রেল কর্পোরেশনে কাজের সুযোগ! আজই আবেদন করুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: সিএসআইআর- ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স এবং টেকনোলজি (CSIR NIIST)
পদের নাম: প্রজেক্ট অ্যাসোসিয়েট
শূন্যপদের সংখ্যা: ৬
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি ও কাজের অভিজ্ঞতা
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৫.১১.২০২১
CSIR NIIST Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
যথাযথভাবে গঠিত স্ক্রিনিং কমিটি দ্বারা প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব মানদণ্ডই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রার্থীদের তাই আবেদনপত্রের সঙ্গে সমর্থিত ন্যূনতম নির্ধারিত যোগ্যতা এবং তার পরবর্তী যোগ্যতা ও অভিজ্ঞতা প্রসঙ্গে যথাযথ তথ্য ও প্রমাণপত্র দিতে হবে।
আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনে মেডিক্যাল অফিসার নিয়োগ চলছে, আজই আবেদন করুন
নিয়োগের জন্য অনলাইন ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। সাক্ষাৎকারের তারিখ এবং সময় প্রার্থীদের পরে জানানো হবে।
বিশদ বিজ্ঞপ্তির লিঙ্ক- https://www.niist.res.in/english/wp-content/files/PA11_2021.pdf