শূন্যপদ
মোট ১৭টি শূন্যপদ পূরণের জন্য আবেদন গ্রহণ করা শুরু হয়েছে।
কোন কোন শূন্যপদের জন্য বিজ্ঞাপন প্রকাশ হয়েছে?
বৈজ্ঞানিক পদের জন্য শূন্যপদের সংখ্যা ১০টি
সিনিয়র মেডিক্যাল অফিসারের (২) জন্য শূন্যপদের সংখ্যা ১টি
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শূন্যপদ ৬টি
বয়সসীমা
CSIR-IHBT রিক্রুটমেন্ট ২০২১-এর জন্য যাঁরা সায়েন্টিস্ট পদের জন্য আবেদন করবেন তাঁদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। সিনিয়র মেডিক্যাল অফিসারের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর এবং টেকনিক্যাল বাকি পদের জন্য বয়সসীমা ২৮ বছর।
advertisement
শিক্ষাগত যোগ্যতা
বৈজ্ঞানিক বা সায়েন্টিস্ট পদের জন্য যাঁরা আবেদন করতে চান তাঁদের Ph.D থাকা বাধ্যতামূলক। এবং তার সঙ্গে এম ফার্মা (M. Pharm) অথবা এম ডি (MD) অথবা এম ই বা এম টেক ডিগ্রি থাকতে হবে।
মেডিকেল অফিসার পদের জন্য আবেদনকারীকে ৫৫ শতাংশ নম্বর সহ MBBS পাস করে থাকতে হবে। এবং ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা ওই আবেদনকারীরে MD পাশ করা হতে হবে।
টেকনিক্যাল অফিসার পদের জন্য বিজ্ঞানের যে কোনও বিষয়ে B.Sc পাশ করে থাকতে হবে। এবং এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কী ভাবে আবেদন করতে হবে?
ইচ্ছুকরা অনলাইনে আবেদন করতে পারেন। তাঁদের প্রথমে www.ihbt.res.in. ওয়েবসাইটে যেতে হবে। সেখানে পছন্দমতো পদে আবেদন করতে হবে। আবেদন করা হয়ে গেলে আবেদনপত্রের একটি প্রিন্ট নিয়ে রাখতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স লেটার পাঠাতে হবে, সঙ্গে আবেদনপত্রটি ডাক যোগে পাঠাতে হবে। যে ঠিকানায় পাঠাতে হবে সেটি হল-The Director, CSIR Institute of Himalayan Bioresource Technology, Palampur, Distt.: Kangra (H.P.)- 176 061
২৭ সেপ্টেম্বর ২০২১-এর মধ্যে আবেদনপত্রটি পাঠাতে হবে। নোটিফিকেশন ভাল করে পড়ে তার পর আবেদন করুন।