দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা তাঁদের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা তাঁদের ভবিষ্যৎ ও কেরিয়ার নিয়ে পরিকল্পনা শুরু করে দেন। এই দিক থেকে দেখলে শিক্ষার্থীদের জন্য মোরাদাবাদের সরকারি আইটিআই কলেজে তাঁদের ভবিষ্যৎ গড়ার একটি সুবর্ণ সুযোগ রয়েছে।
আরও পড়ুন: ৭ মে, বুধবার উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলপ্রকাশ, সবার আগে কোথায়-কখন রেজাল্ট দেখবেন? জানুন এক ক্লিকে
advertisement
এখান থেকে, শিক্ষার্থীরা মোটর মেকানিকের ট্রেডে আইটিআই করে তাঁদের ভবিষ্যৎ তৈরি করতে পারেন। বাজারে মোটর মেকানিকের চাহিদাও অনেক বেশি। স্থানীয় গাড়ি মেরামতের দোকানে, গাড়ির ডিলারশিপে, বিশেষায়িত পরিষেবা কেন্দ্রে অথবা রেসিং দলেই কাজ করা হোক না কেন, এই ট্রেডের সম্ভাবনা খুবই বেশি। আইটিআই-এর অটোমোটিভ মেকানিক ট্রেডে প্রয়োজনীয় দক্ষতার মধ্যে রয়েছে সমস্যা সমাধান, প্রযুক্তিগত দক্ষতা এবং অটোমোটিভ প্রযুক্তির দৃঢ় ধারণা।
এটি ভবিষ্যতে খুবই কার্যকর –
সরকারি শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসএমই পদে কর্মরত মহম্মদ রেহান বলেন যে, সরকারি শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটে মোটর মেকানিক পদের ট্রেড শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের জন্য খুবই কার্যকর। এই ট্রেডে সকল অটোমোবাইল খাতেই কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ইঞ্জিনযুক্ত যে কোনও গাড়ি বা বৈদ্যুতিক যানবাহন, এই সকল ক্ষেত্রে ট্রেড শিক্ষার্থীদের চাহিদা রয়েছে এবং শিক্ষার্থীরা এই সকল ক্ষেত্রে তাঁদের ভবিষ্যৎ তৈরি করতে পারেন।
আরও পড়ুন: ঘুমের মধ্যে আচমকা শরীর কেঁপে মনে হয় উঁচু থেকে পড়ে যাচ্ছেন? কী অর্থ এমন স্বপ্নের! কী করা উচিত আপনার?
সম্পূর্ণ কোর্স এবং এর ফি কত –
শিক্ষার্থীদের মোটর মেকানিক ভেহিকল এবং বৈদ্যুতিক যানবাহন সম্পর্কেও তথ্য প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা উভয় ক্ষেত্রেই কাজ পেতে পারেন। এটি ২ বছরের একটি কোর্স। এতে প্রথম বেতন ১৭০০০ টাকার বেশি। এরপর এটি অভিজ্ঞতার উপর নির্ভর করে। মোটর মেকানিক ভেহিকেলের ছাত্র সোনু কুমার বলেন, “মোটর ভেহিকেল মেকানিজম খুবই ভাল একটি পেশা। এখানে আমাদের মোটরযান সম্পর্কিত সমস্ত জটিল বিষয় শেখানো হচ্ছে। এই ট্রেডে ভবিষ্যৎ গঠনের জন্য অনেক বিকল্প উন্মুক্ত হয়”। এর পাশাপাশি, সরকারি শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে আইটিআই করার ক্ষেত্রেও অর্থ সাশ্রয় হয়। এখানে মাত্র ৪০ টাকায় ITI করা যায়।