WB HS Result 2025: ৭ মে, বুধবার উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলপ্রকাশ, সবার আগে কোথায়-কখন রেজাল্ট দেখবেন? জানুন এক ক্লিকে

Last Updated:

West Bengal HS Result 2025: দুপুর সাড়ে বারোটায় ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর দুটোর পর থেকে পরীক্ষার্থীরা সংসদের ওয়েবসাইট ও অ‍্যাপ মারফত ফলাফল জানতে পারবেন।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ৭ মে
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ৭ মে
কলকাতা: উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ আগামী ৭ মে, ২০২৫। দুপুর সাড়ে বারোটায় ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর দুটোর পর থেকে পরীক্ষার্থীরা সংসদের ওয়েবসাইট ও অ‍্যাপ মারফত ফলাফল জানতে পারবেন।
৮ মে স্কুল থেকে মার্কশিট ও সার্টিফিকেট পাবেন ছাত্রছাত্রীরা। ৫০ দিনের মাথায় এ বছর উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। গত ৩ মার্চ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু বয়, শেষ হয়েছিল ১৮ মার্চ।
advertisement
WB HS Results 2025 Live: রাত পোহালেই ফলপ্রকাশ! বুধবার কখন-কোথায় দেখবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? এক ক্লিকে সবটা জানুন
গত বছর পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার, এবার পাঁচ লক্ষ দশ হাজার আবেদন করেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য। গতবারের তুলনায় অনেকটাই কম পরীক্ষার্থী ছিল উচ্চ মাধ্যমিকে। রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসেনি অনেক পড়ুয়া।
advertisement

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির ফলাফল ২০২৫ দেখার ধাপ

https://wbchse.wb.gov.in/-এ WBCHSE-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান
উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির ফলাফলের লিঙ্কে ক্লিক করুন
নির্দিষ্ট বক্সে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ লিখুন
বিস্তারিত তথ্য দেওয়ার পর, Submit বাটনে ক্লিক করুন
এবার আপনার ফলাফল স্ক্রিনে দেখাবে
advertisement
আপনার রেজাল্ট ডাউনলোড এবং প্রিন্ট করে ভবিষ্যতের রেফারেন্সের জন্য সংগ্রহ করে রাখুন
এ বছরই প্রথম অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম ছিল। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে ছিল মেটাল ডিটেক্টর। প্রত্যেক ভেন্যুতে অন্তত ২টি করে CC ক্যামেরা। এবার প্রশ্নের প্যাকেট খোলা হয় হলে পরীক্ষার্থীদের সামনে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সমেত ধরা পড়লে পরীক্ষা বাতিল করে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছিল সংসদ। পরের বছর থেকে উচ্চ মাধ্যমিক হবে দু’টি সেমিস্টারে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS Result 2025: ৭ মে, বুধবার উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলপ্রকাশ, সবার আগে কোথায়-কখন রেজাল্ট দেখবেন? জানুন এক ক্লিকে
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement