কানাড়া ব্যাঙ্ক চিফ ডিজিটাল অফিসার নিয়োগ ২০২১: মোট শূন্যপদ
চিফ ডিজিটাল অফিসার পদে একটি মাত্র শূন্যপদ রয়েছে। প্রথমে ৩ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। পরে সময়সীমা বাড়ানো হতে পারে, তবে সেটার সিদ্ধান্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ নেবে।
কানাড়া ব্যাঙ্ক চিফ ডিজিটাল অফিসার নিয়োগ ২০২১: যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীর অবশ্যই MBA এবং Certification in Project Management (PMP) সহ B.E./ B.Tech ডিগ্রি থাকতে হবে।
advertisement
বয়সসীমা: ৩০ এপ্রিল, ২০২১ তারিখ পর্যন্ত বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও প্রার্থীর BFSI সেক্টরে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর স্কেল IV ডিভিশনাল / চিফ ম্যানেজার বা সমতুল্য পোস্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
কানাড়া ব্যাঙ্ক চিফ ডিজিটাল অফিসার নিয়োগ ২০২১: বাছাই প্রক্রিয়া
প্রার্থীদের আবেদনের সঙ্গে জমা দেওয়া তথ্যের ভিত্তিতে বাছাই করে তালিকাভুক্ত করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের ইন্টারভিউ / গ্রুপ ডিসকাশনের জন্য ডাকা হবে। ইন্টারভিউ-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে।
কানাড়া ব্যাঙ্ক চিফ ডিজিটাল অফিসার নিয়োগ ২০২১: কী ভাবে আবেদন করতে হবে
প্রার্থীদের একটি অ্যাপ্লিকেশন লিখে, সেল্ফ অ্যাটেস্টেড নথিপত্রের ফটোকপি সহ ‘The Senior Manager Canara Bank Recruitment Cell, H R Wing Head Office, 112, J C Road Bengaluru – 560 002’ এই ঠিকানায় রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মা ডাউনলোড করতে, কানাড়া ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, ‘Careers’ ট্যাবের ‘Recruitment’-এ ক্লিক করতে হবে। এর পর “Recruitment Project - 1/2021 - Chief Digital Officer on Contract Basis”-এ ক্লিক করতে হবে। এর পর একটি নতুন পেজ খুলবে। এবার আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে হবে।
Keywords: Canara Bank, Chief Digital Officer
Original Story Link: https://www.news18.com/news/education-career/canara-bank-invites-application-for-chief-digital-officer-check-steps-to-apply-canarabank-com-3771050.html
Written By: Arijit Haldar