BSF Group C Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
BSF Group C Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৭২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
BSF Group C Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
এএসআই (ASI): ১টি পদ
এইচসি (HC): ৬টি পদ
কনস্টেবল: ৬৫টি পদ
BSF Group C Recruitment 2021: বয়সসীমা
BSF Group C Recruitment 2021: আবেদনের যোগ্যতা
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের দশম শ্রেণি বা ম্যাট্রিকুলেশন পাস করতে হবে। অথবা প্রার্থীদের সমযোগ্যতা সম্পন্ন স্তরে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের (Industrial Training Institute) ডিগ্রি থাকা আবশ্যিক।
আরও পড়ুন: সৈনিক স্কুলে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বিশদে জানুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ডিরেকটরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স (Directorate General Border Security Force)
পদের নাম: এএসআই, এইচসি, কনস্টেবল
শূন্যপদের সংখ্যা: ৭২
কাজের স্থান: ভারত
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি বা ম্যাট্রিকুলেশন পাস ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ডিগ্রি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে
BSF Group C Recruitment 2021: বয়সসীমা
প্রার্থীদের আবেদনের শেষ দিন অনুযায়ী বয়সসীমা ১৮ থেকে২৫ বছরের মধ্যে হতে হবে। সে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী প্রার্থীদের বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হয়েছে।