ইচ্ছুক প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে BARC-এর অফিসিয়াল ওয়েবসাইটে http://www.barc.gov.in/careers/ গিয়ে খোঁজ নিতে পারেন।
BARC Recruitment 2021: আবেদনের তারিখ
প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
আরও পড়ুন- সেপ্টেম্বরে ৩৮টি নতুন রুটে ফ্লাইট পরিষেবা চালু করছে ইন্ডিগো, দেখে নিন তালিকা
advertisement
BARC Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
ড্রাইভার এবং পাম্প-অপারেটর- ১৬টি পদ
পে ম্যাট্রিক্স- লেভেল ৩
এন্ট্রি পে- ২১৭০০ + অ্যালায়েন্স
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সায়েন্স স্ট্রিমে কেমিস্ট্রি নিয়ে দ্বাদশ শ্রেণিতে ৫০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও এক বছরের ড্রাইভারির অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
সাব-অফিসার: ৪টি পদ
পে ম্যাট্রিক্স- লেভেল ৬
এন্ট্রি পে- ৩৫৪০০ + অ্যালায়েন্স
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সায়েন্স স্ট্রিমে কেমিস্ট্রি নিয়ে দ্বাদশ শ্রেণিতে ৫০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ (National Fire Service College) থেকে কোর্স করা হতে হবে ও এক বছরের ড্রাইভারির অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
BARC Recruitment 2021: শারীরিক যোগ্যতা
উচ্চতা-১৬৫ সেমি.
ওজন- কমপক্ষে ৫০ কেজি.
সাধারণ ছাতি- ৮১ সেমি.
প্রসারিত ছাতি- ৮৬ সেমি.
দৃষ্টি- চশমা ছাড়া ৬/৬
BARC Recruitment 2021: বয়সসীমা
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১৮ থেকে ২৭ বছর, বিসি ক্যাটাগরির প্রার্থীদের সর্বোচ্চ ৩০ বছর এবং এসসি/ এসটি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর বয়সসীমা ধার্য করা হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার
পদের নাম: ড্রাইভার-পাম্প অপারেটর-ফায়ার ম্যান-সাব-অফিসার
শূন্যপদের সংখ্যা: ২০
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল টেস্ট
আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ: কিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতা: কেমিস্ট্রি নিয়ে দ্বাদশ শ্রেণিতে ৫০% নম্বর, ১ বছরের ড্রাইভারির অভিজ্ঞতা
বেতনক্রম: সাব-অফিসার- ৩৫৪০০ + অ্যালায়েন্স/ ড্রাইভার-পাম্প-অপারেটর-ফায়ার ম্যান- ২১৭০০ + অ্যালায়েন্স
আবেদন পদ্ধতি: অনলাইনে/ অফলাইন
আবেদনের শেষ দিন: ১৫.১০.২০২১
BARC Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট http://www.barc.gov.in/careers/ থেকে আবেদনের ফর্ম ডাউনলোড করে সেটি সমস্ত তথ্য সহযোগে পূরণ করতে হবে এবং এই ঠিকানায় পাঠাতে হবে- “Administrative Officer-III, Bhabha Atomic Research Centre, PB No.-1, Yelwal, Mysore – 571130”!