আবেদনের তারিখ:
এইচপিসিএল বায়োফুয়েল লিমিটেডের তরফে জানানো হয়েছে যে, আগ্রহী প্রার্থীদের ১৬ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের নিজেদের বায়োডেটা, সমস্ত প্রয়োজনীয় সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদনপত্র কোম্পানির ঠিকানায় পোস্ট করতে হবে। কোম্পানির ঠিকানা হল- HPCL Biofuels Ltd., House No. – 9, Shree Sadan. –Patliputra Colony, Patna – 800013। ২০২১-এর ১৬ অক্টোবর বিকাল ৬টার মধ্যে এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
advertisement
আরও পড়ুন: সরকারি স্কুলে ৮৩৯৩ শিক্ষক পদে শীঘ্রই নিয়োগ! আবেদনের খুঁটিনাটি জানুন এক ক্লিকে...
বয়সসীমা:
এই সব পদে আবেদনের জন্য ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। ম্যানেজমেন্ট পোস্টের জন্য ৫৭ বছরের কম এবং নন ম্যানেজমেন্ট ও অন্যান্য পদের জন্য ৫৫ বছরের কম হতে হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | এইচপিসিএল বায়োফুয়েল লিমিটেড |
পদের নাম | ম্যানেজমেন্ট ও নন ম্যানেজমেন্ট |
শূন্যপদের সংখ্যা | ২৫৫ |
কাজের স্থান | পটনা |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | মেরিট লিস্ট ও ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | কোম্পানির ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে |
আবেদনের শেষ দিন | ২০২১-এর ১৬ অক্টোবর বিকাল ৬টা |
আরও পড়ুন: সুখবর! কেন্দ্রীয় সরকারি সংস্থায় প্রচুর পদে নিয়োগ! দেরি না করে এখনই আবেদন করুন...
নির্বাচন পদ্ধতি:
ম্যানেজমেন্ট পোস্টের জন্য আবেদনপত্র দেখে উপযুক্ত প্রার্থীদের বেছে তাদের ইন্টারভিউ নেওয়া হবে টেলিফোনিক, স্কাইপ অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে। নন ম্যানেজমেন্ট ও অন্যান্য পদের জন্য আবেদনপত্রের ভিত্তিতে মেরিট লিস্ট বার করা হবে। যেসব ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়ার দরকার হবে, তাদের স্কিল টেস্ট নেওয়া হবে।
আবেদনের শেষ দিন:
ইচপিসিএল বায়োফুয়েল লিমিটেডে আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর, ২০২১ বিকাল ৬টা।