আরও পড়ুন: মাসিক ৪৪,৯০০ টাকা বেতনে পাওয়ার কর্পোরেশন লিমিটেডে চাকরির দারুণ সুযোগ!
আরও পড়ুন: পুলিশ বিভাগের ৮০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কী ভাবে আবেদন করবেন?
APSC Recruitment 2021: আবেদনের তারিখ | প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৮ নভম্বর থেকে। প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। অনলাইন ছাড়া অন্য কোনও সূত্র মারফত প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিফিকশন http://apsc.nic.in/advt_2021/Advt_10_2021.pdf |
APSC Recruitment 2021: আবেদনের যোগ্যতা | ফিজিক্যাল এডুকেশনে স্নাতক ডিগ্রি (বিপিইড) বা ব্যাচেলর ডিগ্রি (বিপিইড) সমন্বিত কোর্স সম্পন্ন করা প্রার্থীরা আবেদনের যোগ্য। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কলা/বিজ্ঞান/বাণিজ্যে স্নাতক ডিগ্রি বা ফিজিক্যাল এডুকেশনে ডিপ্লোমা সহ ( BPEd) উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করত পারবেন। |
APSC Recruitment 2021: বয়সসীমা | ১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। |
APSC Recruitment 2021: আবেদন পদ্ধতি | যে সমস্ত আবেদনকারীরা এখনও রেজিস্ট্রেশন করেননি তাঁদের APSC-এর অনলাইন রিক্রুট্মেন্ট পোর্টালে https://apscrecruitment.in গিয়ে ‘Register Here’ লিঙ্কে ক্লিক করে নিজেদের নাম রেজিস্টার করাতে হবে। |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: | সংস্থা: অসম পাবলিক সার্ভিস কমিশন (Assam Public Service Commission) পদের নাম: স্পোর্টস এবং ইয়ুথ ওয়েলফেয়ার বিভাগের অধীনে বিভিন্ন পদ শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি কাজের স্থান: অসম কাজের ধরন: কিছু জানানো হয়নি নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি আবেদন প্রক্রিয়া শুরু: ১৮.১১.২০২১ শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্যাল এডুকেশনে স্নাতক ডিগ্রি (বিপিইড) বা ব্যাচেলর ডিগ্রি (বিপিইড) সমন্বিত কোর্স পাস বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন আবেদন্র শেষ দিন: ১৮.১২.২০২১ |
APSC Recruitment 2021: নির্বাচন পদ্ধতি | এখনও পর্যন্ত কমিশনের তরফে নির্বাচন পদ্ধতি সম্পর্কে কিছু বলা হয়নি। কমিশন গ্রেড বা বিজ্ঞাপিত পদ/পদ বা পরিষেবা/পরিষেবার জন্য প্রাপ্ত আবেদনের সংখ্যা বিবেচনা করে পরবর্তীতে নির্বাচনের পদ্ধতি নির্ধারণ করবে। |
advertisement
Location :
First Published :
November 18, 2021 2:58 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021: স্পোর্টস ও ইয়ুথ ওয়েলফেয়ার বিভাগে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি জারি পাবলিক সার্ভিস কমিশনের, বিশদে জানুন