ন্যাশনাল হেল্থ মিশনের অধীনে এই কোর্সটি করানো হবে। মূলত বিভিন্ন সাব-সেন্টারগুলিতে আরও ভালো পরিষেবা দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা আরও উন্নততর করার লক্ষ্যে এই কোর্স শুরু করা হয়েছে। যাঁরা এই কোর্সটি করবেন এবং উত্তীর্ণ হবেন তাঁদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ( Health & Wellness Centres) এবং কমিউনিটি স্বাস্থ্য আধিকারিক (Community Health Officers) হিসেবে নিয়োগ করা হবে।
advertisement
স্টেট হেল্থ সোসাইটি বিহার রিক্রুটমেন্ট ২০২১: গুরুত্বপূর্ণ দিনগুলি
আবেদন করার শুরুর দিন- ১৬ জুলাই ২০২১ সকাল ১০টা থেকে
অনলাইনে ফি জমা দেওয়া শুরু- ১৬ জুলাই ২০২১ সকাল ১০টা
অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন- ২৯ জুলাই ২০২১ সন্ধে ৬টা। ওই একই সময়ে ফি জমা নেওয়া বন্ধ করা হবে।
স্টেট হেল্থ সোসাইটি বিহার রিক্রুটমেন্ট ২০২১: শূন্যপদের বিবরণ
অসংরক্ষিত শ্রেণি- শূন্যপদ ৪৪৩টি
অসংরক্ষিত শ্রেণি (মহিলা)- ২৩৮টি
অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণি (Most Backward Class)- ৩২১টি
অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণি (মহিলা)- ১৪৬টি
অনগ্রসর শ্রেণি (Backward Class)- ১৩৭টি
অনগ্রসর শ্রেণি (মহিলা)- ৭৩টি
তফসিলি জাতি (Scheduled Cast)- ৩৫৭টি
তফসিলি জাতি (মহিলা)- ১১৯টি
তফসিলি উপজাতি- ১১টি
তফসিলি উপজাতি (মহিলা)- ৬টি
অনগ্রসর শ্রেণির মহিলা (Women of Backward Class)--৫৪টি
অর্থনৈতিক দুর্বল শ্রেণি- ১৩৪টি
অর্থনৈতিক দুর্বল শ্রেণি (মহিলা)- ৬১টি
মোট শূন্যপদের সংখ্যা- ২১০০টি
স্টেট হেল্থ সোসাইটি বিহার রিক্রুটমেন্ট ২০২১: বয়সসীমা
অসংরক্ষিত শ্রেণির জন্য এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য সর্বোচ্চ বয়সসীমা- ৪২ বছর
অনগ্রসর শ্রেণি এবং অত্যন্ত অনগ্রসর শ্রেণির জন্য বয়সসীমা- ৪৫ বছর
অসংরক্ষিত শ্রেণির মহিলা এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির মহিলার জন্য বয়সসীমা- ৪৫ বছর
তফসিলি জাতি ও তফসিলি উপজাতির জন্য বয়সসীমা- ৪৭ বছর।
প্র তিক্ষেত্রে বয়সের সর্বনিম্ন সীমা ২১ বছর।
ওই কোর্সটির জন্য আবেদন ফি ৫০০ টাকা। তবে তফসিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য আবেদন ফি ২৫০ টাকা।
ইচ্ছুকরা http://164.100.130.11:8092/shs/vacancy/2021/Ad%20no%2006_2021.pdf এই লিঙ্কে গিয়ে বিস্তারিত নোটিফিকেশন পড়ে তার পরেই আবেদন করুন।