গুজরাত হাইকোর্ট রিক্রুটমেন্ট ২০২১: গুরুত্বপূর্ণ দিনগুলি কী কী
আবেদনপত্র জমা নেওয়া শুরু- ২৬ জুলাই ২০২১
আবেদনপত্র জমা নেওয়ার শেষ দিন- ১০ অগস্ট ২০২১
লিখিত পরীক্ষা নেওয়ার দিন- ৩ অক্টোবর ২০২১
ওরাল ইন্টারভিউ নেওয়ার দিন- চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরের শেষের দিকে।
গুজরাত হাই কোর্ট রিক্রুটমেন্ট ২০২১: নিয়োগপ্রক্রিয়া
গুজরাত হাই কোর্ট রিক্রুটমেন্ট ২০২১-এর মাধ্যমে যাঁদের নিয়োগ করা হবে তাঁদের প্রত্যেককে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে। ১১ মাসের চুক্তিতে নিয়োগ করা হবে উত্তীর্ণ প্রার্থীদের। তার পরে কাজের দক্ষতার ভিত্তিতে মেয়াদ বাড়তে পারে। সর্বাধিক ৩ বছর পর্যন্ত চাকরির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে। তবে মেয়াদ বাড়ানোর জন্য গুজরাত হাই কোর্টের প্রধান বিচারপতির অনুমতি প্রয়োজন। একমাত্র তিনি অনুমতি দিলে তবেই মেয়াদ বাড়ানো সম্ভব।
advertisement
গুজরাত হাইকোর্ট রিক্রুটমেন্ট ২০২১: শূন্যপদের বিবরণ
মোট ১৬টি শূন্যপদ পূরণের জন্য নিয়োগ করা হবে। যে পদের জন্য নিয়োগ করা হবে সেটি হল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট।
গুজরাত হাই কোর্ট রিক্রুটমেন্ট ২০২১: মাসিক বেতন
গুজরাত হাই কোর্ট রিক্রুটমেন্ট ২০২১-এর মাধ্যমে যাঁদের নিয়োগ করা হবে তাঁদের মাসিক ২০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
গুজরাত হাই কোর্ট রিক্রুটমেন্ট ২০২১: বয়সসীমা
এই পদে আবেদনের শেষ দিন ১০ অগস্ট ২০২১। ওই দিন পর্যন্ত আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
গুজরাত হাই কোর্ট রিক্রুটমেন্ট ২০২১: শিক্ষাগত যোগ্যতা
যাঁরা ওই পদগুলির জন্য আবেদন করবেন তাঁদের প্রত্যেকের UGC স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি থাকতে হবে।
তবে যাঁরা LLB-র ফাইনার বর্ষের পড়ুয়া তাঁরাও ওই পদের জন্য আবেদন করতে পারেন। পাশাপাশি আবেদনকারীর কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে।
যাঁরা আবেদন করবেন তাঁরা আগে নোটিফিকেশন ভালো করে পড়ে নিয়ে তার পর আবেদন করবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন- https://gujarathighcourt.nic.in/
Keywords: Gujarat HC Recruitment 2021, Gujarat High Court
Original Story Link: https://www.hindustantimes.com/education/employment-news/gujarat-hc-recruitment-2021-apply-for-the-16-posts-of-legal-assistant-101627313257305.html
Written By: Abhishek Biswas