TRENDING:

DU Recruitment 2021: দিল্লি বিশ্ববিদ্যালয়-এর অন্তর্গত বিভিন্ন পদে নন টিচিং স্টাফ নিয়োগ শুরু, কীভাবে আবেদন করবেন জানুন

Last Updated:

রিক্রুটমেন্ট চলছে শ্যামা প্রসাদ মুখার্জী কলেজের জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নন টিচিং স্টাফদের জন্য সুখবর। দিল্লি বিশ্ববিদ্যালয়-এর অন্তর্গত বিভিন্ন পদে নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। রিক্রুটমেন্ট চলছে শ্যামা প্রসাদ মুখার্জী কলেজের জন্য। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা শ্যামা প্রসাদ মুখার্জী কলেজের অফিসিয়াল ওয়েবসাইট http://spm.du.ac.in -এ গিয়ে আবেদন করতে পারে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ জুলাই ১৬, ২০২১।
advertisement

ডিইউ রিক্রুটমেন্ট (DU recruitment) ২০২১: শূন্যপদ

অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার - শূন্যপদ ১টি

সিনিয়র পার্সোনাল অ্যাসিস্টেন্ট - শূন্যপদ ১টি

advertisement

সিনিয়র অ্যাসিস্টেন্ট - শূন্যপদ ১টি

ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট (কম্পিউটার) - শূন্যপদ ১টি

তবলা অ্যাকম্পানিস্ট - শূন্যপদ ৩টি

advertisement

জুনিয়র অ্যাসিস্টেন্ট - শূন্যপদ ৪টি

ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট - শূন্যপদ ৪টি

লাইব্রেরি অ্যাসিস্টেন্ট - শূন্যপদ ৪টি

advertisement

ডিইউ রিক্রুটমেন্ট ২০২১: বয়সসীমা

অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার - ৩৫ বছর

সিনিয়র পার্সোনাল অ্যাসিস্টেন্ট -৩৫ বছর

advertisement

সিনিয়র অ্যাসিস্টেন্ট - ৩০ বছর

ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট (কম্পিউটার) - ৩০ বছর

তবলা অ্যাকম্পানিস্ট - ৪৫ বছর

জুনিয়র অ্যাসিস্টেন্ট - ২৭ বছর

ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট - ৩০ বছর

লাইব্রেরি অ্যাসিস্টেন্ট - ৩০ বছর

ডিইউ রিক্রুটমেন্ট ২০২১: নির্বাচন প্রক্রিয়া

প্রতিটি পদের জন্য প্রর্থীকে লিখিত পরীক্ষা দিতে হবে। দুটি লিখিত পরীক্ষা হতে পারে। এরপর ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

ডিইউ রিক্রুটমেন্ট ২০২১: কীভাবে আবেদন করতে হবে?

শ্যামা প্রসাদ মুখার্জী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

তাছাড়াও অফলাইনে চিঠির মাধ্যমে আবেদন করা যাবে। তার জন্য The Principal, Shyama Prasad Mukherji College (for women), Punjabi Bagh (West), New Delhi-110026 ঠিকানায় সমস্ত ডকুমেন্ট সহ ১৬ জুলাই-এর মধ্যে পোস্ট করতে হবে।

ডিইউ রিক্রুটমেন্ট ২০২১: যেগুলি মনে রাখতে হবে-

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আগ্রহী প্রার্থীরা যারা যে পদের জন্য আবেদন করেছেন, তাঁরা নিজের যোগ্যতার বিচার করে নিয়ে আবেদন করতে পারেন। প্রার্থীকে নিজের আবেদন পত্র ঠিকভাবে পূরণ করতে হবে। আবদনের সময় কোনও প্রকার ত্রুটি হলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনকারী যদি কোনও ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত প্রমাণিত হয় তাহলে তাকে ডিসকোয়ালিফাই করা হবে। প্রার্থীদের আরও বিশদ তথ্যের জন্য কলেজের অফিসিয়াল ওয়েবসাইট http://spm.du.ac.in যেতে বলা হয়েছে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
DU Recruitment 2021: দিল্লি বিশ্ববিদ্যালয়-এর অন্তর্গত বিভিন্ন পদে নন টিচিং স্টাফ নিয়োগ শুরু, কীভাবে আবেদন করবেন জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল