JEE মেইন সেশন ওয়ানের ফলাফল এই মাসেই ঘোষণা করা হবে। আপনি NTA JEE Main-এর অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ ফলাফল সম্পর্কিত সর্বশেষ আপডেট পেতে পারেন।JEE পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হবে।
advertisement
আরও পড়ুনঃ ‘দুয়ারে সরকারের’ পর এবার ‘দুয়ারে চাটাই’! প্রান্তিক এলাকায় জনসংযোগে প্রশংসিত মোশারফের কর্মসূচি
জেইই মেইন সেশন ১ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা সেশন ২ পরীক্ষায়ও অংশগ্রহণ করতে পারবেন। আপনি ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২০২৫ সালের JEE মেইন সেশন ২ পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীরা ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ১১.৫০ টা পর্যন্ত JEE মেইন সেশন ২ এর আবেদন ফি জমা দিতে পারবেন। এর পরে আর ফি জমা দেওয়ার কোনও সুযোগ দেওয়া হবে না।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2025 1:05 PM IST