TRENDING:

JEE Main Result 2024: JEE মেন ফলপ্রকাশ! ১০০ পার্সেন্টাইল প্রাপ্তির তালিকায় প্রথম কোন রাজ্য? কেমন হল পশ্চিমবঙ্গের রেজাল্ট?

Last Updated:

JEE Main Result 2024: প্রকাশিত হল এবছরের জয়েন্ট এন্ট্রান্স (JEE) মেনের রেজাল্ট। ইঞ্জিনিয়ারিং ও বি.টেকে ভর্তির জন্য সর্বভারতীয় স্তরের এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই আইআইটি, এনআইটিতে পড়ার সুযোগ পাওয়া যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রকাশিত হল এবছরের জয়েন্ট এন্ট্রান্স (JEE) মেনের রেজাল্ট। ইঞ্জিনিয়ারিং ও বি.টেকে ভর্তির জন্য সর্বভারতীয় স্তরের এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই আইআইটি, এনআইটিতে পড়ার সুযোগ পাওয়া যায়।
জয়েন্ট এন্ট্রান্স (JEE) মেন রেজাল্ট
জয়েন্ট এন্ট্রান্স (JEE) মেন রেজাল্ট
advertisement

গত বছরের মতো, তেলেঙ্গানা এ বছরও সর্বোচ্চ ১০০ শতাংশের রেকর্ড করেছে। ২০২৩ সালে, তেলেঙ্গানার ১১ জন ছাত্র ১০০ শতাংশ স্কোর করেছিল। এ বছর এই সংখ্যা আরও বেড়ে ১৫ হয়েছে। তালিকায় এক নম্বরে নাম রয়েছে মহারাষ্ট্রের গজারে নীলকৃষ্ণ নির্মলকুমারের। দ্বিতীয় কর্নাটকের সানভি জৈন।

আরও পড়ুন: ওয়ান ডোর ফ্রিজের ‘ডিপ ফ্রিজারে’ কেন জমে যায় বরফ? আসল কারণ কী? ছোট্ট কাজেই সমস্যা গায়েব! জানুন দুর্দান্ত উপায়

advertisement

২০২৪ এর পরীক্ষায় মোট ৯.২৪ লক্ষ পরীক্ষার্থী রেজিস্ট্রেশান করিয়েছিল, যার মধ্যে ৮.২ লক্ষ জেইই মেইন পরীক্ষায় অংশ নিয়েছিল।এবারের পরীক্ষায় ১০০ পার্সেন্টাইলারের সংখ্যা ২০২৩ সালের তুলনায় ১৩ জন পরীক্ষার্থী বেড়েছে কারণ মোট ৫৬ জন পরীক্ষার্থী পেপার 1 (BE/BTech) তে ১০০ NTA স্কোর পেয়েছে, যার মধ্যে দু’জন মেয়ে (কর্নাটকের সানভি জৈন এবং শায়না সিনহা দিল্লি থেকে ), এবং বাকিরা পুরুষ পরীক্ষার্থী৷ এই সংখ্যা ২০২৩ সালের ৪৩ থেকে বেড়েছে।

advertisement

রাজ্যে JEE Main-এর ফলাফলের ভিত্তিতে তালিকায় পশ্চিমবঙ্গে (West Bengal) প্রথম হয়েছে ঋতম বন্দ্যোপাধ্যায়। তার পার্সেন্টাইল ৯৯.৯৯৭২০৯১। এছাড়া স্কোর কার্ডে নাম রয়েছে বাংলার ভূমিকা সাহার। তৃতীয় লিঙ্গের (Third Gender) পরীক্ষার্থী হিসাবে ভূমিকা এবারের পরীক্ষায় ৫৬.৬৭৮৪৮২০ পার্সেন্টাইল পেয়েছে। সবচেয়ে বেশি ১০০ পার্সেন্টাইল পেয়েছে তেলেঙ্গানা (Telengana) থেকে। এর পরই রয়েছে মহারাষ্ট্র ও দিল্লি। ১০০ পার্সেন্টাইল পাওয়ার তালিকায় এই দুই রাজ্যের পরীক্ষার্থীরা রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০২৪-এর ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে দুটি সেশনে পরীক্ষাটি হয়। এবার জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীদের কাট অফ ৯৩.২ পার্সেন্টাইল। আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিদের (EWS) ৮১.৩২, ওবিসিদের ৭৯.৬, তফসিলি জাতিদের (SC) ৬০.০৯ ও তফসিলি উপজাতিদের (ST) ৪৬.৬৯ পার্সেন্টাইল ধার্য করা হয়েছে। জেইই মেন-এর ফলাফল জানা যাচ্ছে https://jeemain.nta.ac.in/ ওয়েবসাইটে। পড়ুয়ারা বা অভিভাবকরা চাইলে নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকে নিজেদের ফলাফল জানতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
JEE Main Result 2024: JEE মেন ফলপ্রকাশ! ১০০ পার্সেন্টাইল প্রাপ্তির তালিকায় প্রথম কোন রাজ্য? কেমন হল পশ্চিমবঙ্গের রেজাল্ট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল