TRENDING:

Education News: ১০ মাস বাড়ানো হল মেয়াদ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যই থাকছেন সংসদ সভাপতি

Last Updated:

এ বছরই প্রথম নতুন পাঠ্যক্রম ও নয়া সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে। কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম পর্ব বা তৃতীয় সেমিস্টারের ফল। আগামী ফেব্রুয়ারিতে চূড়ান্ত পর্ব তথা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত শনিবার সেমিস্টার পদ্ধতিতে আয়োজিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম পর্বের ফল ঘোষণা করেছিলেন তিনি। তারপর সোমবার যোগ দিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে। তার পরই প্রশ্ন উঠেছিল দু’টি পদ কি একসঙ্গেই সামলাবেন চিরঞ্জীব ভট্টাচার্য? কারণ সংসদ সভাপতি পদে ইস্তফা না দিয়েই উপাচার্যের দায়িত্বভার হাতে তুলে নিয়েছিলেন তিনি। মঙ্গলবার উচ্চশিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, আর‌ও ১০ মাস চিরঞ্জীবই থাকছেন উচ্চ শিক্ষা সংসদের সভাপতি। অর্থাৎ, একই সঙ্গে দু’টি পদ সামলাবেন তিনি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসাবে চিরঞ্জীব ভট্টাচার্যের মেয়াদ বৃদ্ধি করা হল ২০২৬ সালে ১১ অগাস্ট পর্যন্ত।
News18
News18
advertisement

এ বছরই প্রথম নতুন পাঠ্যক্রম ও নয়া সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে। কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম পর্ব বা তৃতীয় সেমিস্টারের ফল। আগামী ফেব্রুয়ারিতে চূড়ান্ত পর্ব তথা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে।

আরও পড়ুন: মাধ্যমিক পড়ুয়াদের রেজিস্ট্রেশন-এর তথ্য সংশোধন করার সুযোগ, মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল সময়সীমা

advertisement

মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “সোম, বুধ ও শুক্রবার আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্ব পালন করব। মঙ্গল, বৃহস্পতি এবং প্রয়োজনে শনিবার সংসদের দায়িত্ব।”

হাতে গোনা কয়েক দিন পরই উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতি শুরু হবে। ব্যস্ততা তুঙ্গে। তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে ছুটি নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্ব সামলাবেন চিরঞ্জীব, জানিয়েছেন সে কথাও। সেই সময় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকবেন সহ-উপাচার্য অমিতাভ দত্ত।

advertisement

আরও পড়ুন: ‘বিহার ভোট থেকে নজর ঘোরানোর কৌশল,’ রাহুল গান্ধির ভোটচুরির অভিযোগে প্রতিক্রিয়া বিজেপির

সেরা ভিডিও

আরও দেখুন
অষ্টম বা দশম পাশ হলেই আবেদন করুন! পশ্চিমবঙ্গ সরকারের ফ্রি স্কিল ট্রেনিং প্রোগ্রাম, রয়েছে চাকরির সুযোগ
আরও দেখুন

উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার শুরু হবে ১২ ফেব্রুয়ারি, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৬ বিধানসভা ভোটের কারণে পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Education News: ১০ মাস বাড়ানো হল মেয়াদ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যই থাকছেন সংসদ সভাপতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল