এ বছরই প্রথম নতুন পাঠ্যক্রম ও নয়া সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে। কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম পর্ব বা তৃতীয় সেমিস্টারের ফল। আগামী ফেব্রুয়ারিতে চূড়ান্ত পর্ব তথা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে।
advertisement
মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “সোম, বুধ ও শুক্রবার আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্ব পালন করব। মঙ্গল, বৃহস্পতি এবং প্রয়োজনে শনিবার সংসদের দায়িত্ব।”
হাতে গোনা কয়েক দিন পরই উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতি শুরু হবে। ব্যস্ততা তুঙ্গে। তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে ছুটি নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্ব সামলাবেন চিরঞ্জীব, জানিয়েছেন সে কথাও। সেই সময় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকবেন সহ-উপাচার্য অমিতাভ দত্ত।
আরও পড়ুন: ‘বিহার ভোট থেকে নজর ঘোরানোর কৌশল,’ রাহুল গান্ধির ভোটচুরির অভিযোগে প্রতিক্রিয়া বিজেপির
উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার শুরু হবে ১২ ফেব্রুয়ারি, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৬ বিধানসভা ভোটের কারণে পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।
