বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়াদের দাবি, এটি একটি র্যাগিংয়ের ঘটনা এবং এই অভিযোগ সম্পর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অবগত। তাঁদের বক্তব্য, লিখিত কোনও অভিযোগ এলে অ্যান্টি র্যাগিং স্কোয়্যাড এবং অ্যান্টি র্যাগিং সেল এই বিষয়ে তদন্ত করবে। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ নিয়ে কথা বলে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। দফতরের সিদ্ধান্ত, ‘আমরা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং বিষয়টিকে গম্ভীরভাবে পর্যালোচনা করছি। বর্তমানে র্যাগিং সংক্রান্ত বিষয়ে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশাবলি এবং যতগুলি আইন ও নিয়মাবলী রয়েছে। তা দিয়ে রাজ্যসরকার একটি বিজ্ঞপ্তি জারি করবে এবং নিয়মানুসারে একটি কমিটি গঠন করবে। যদি সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি, ইউজিসি বা এআইসিটিই-র নির্দেশাবলী অনুযায়ী পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে অভিযোগকারী, অভিযুক্ত বা বহিষ্কৃত ব্যক্তি/ শিক্ষার্থী এই কমিটির কাছে আবেদন করতে পারবেন। কমিটি আলোচনা ও পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তা সংশ্লিষ্ট ব্যক্তি /শিক্ষার্থীকে এবং প্রতিষ্ঠানকে জানিয়ে দেবে।’
advertisement
ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আধিকারিকরা। স্বপ্নদীপের বাবার সঙ্গেও কর্তৃপক্ষের কথা হয়েছে বলে সূত্রের খবর। এই বিষয়ে,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। যদি র্যাগিংয়ের ঘটনা ঘটে আমরা কড়া পদক্ষেপ করব। পুলিশও তদন্ত শুরু করেছে।’
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খবর | Jadavpur University News Today
আরও পড়ুন: আগামী নাগপঞ্চমীতে ভাগ্য খুলবে এই ৪ রাশির জাতক-জাতিকার, হবে বিরাট লাভ
বৃহস্পতিবার মাঝরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ১৮ বছরের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর। ইতিমধ্যেই ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। তবে স্বপ্নদীপের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে ঘটনা জানাজানির পর থেকেই। কারণ, মৃত্যুর আগের রাতে বাবা-মাকে নদিয়ার বাড়িতে ফোন করে ভয় পাচ্ছেন জানিয়েছিলেন স্বপ্নদীপ।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়