আরও পড়ুনঃ “আর কিছু নাম উঠে এলে তাদেরও…!” যাদবপুরের ছাত্রীর মৃত্যুর তদন্তভার নিয়েই যা জানালেন হোমিসাইড শাখা
কলকাতা পুলিশের সায়েনটিফিক উইং এবং ফটোগ্রাফি টিম ঘটনাস্থলের স্কেচ তৈরি করেছে, থ্রি-ডি ম্যাপিং করেছে। আজ ছ’জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। মঙ্গলবার থেকে যাদবপুরের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর তদন্ত ভার নিল হোমিসাইড শাখা। আজ সকালে অ্যাডিশনাল সিপি টু, জয়েন্ট সিপি ক্রাইম-সহ হোমিসাইড শাখার অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
advertisement
থানা পক্ষ থেকে তদন্তে এখনও পর্যন্ত ৬ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। তাদের প্রয়োজনে লালবাজার জেরে জিজ্ঞাসাবাদ করা হবে । আর কিছু নাম উঠে এলে তাদের ডাকা হবে। ঘটনার আগে কাদের সঙ্গে ছিলেন তরুণী, কখন অনুষ্ঠানের সামনে থেকে উঠে বেরোলেন। অনুষ্ঠান চলাকালীন কী কী করেছিলেন তাঁরা- এগুলো তদন্ত করে দেখা হচ্ছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 1:48 PM IST