এই সময়ে পুজোর ছুটি। তাই যাতে কোনও বহিরাগত ক্যাম্পাসে ঢুকতে না পারে সেটা নিশ্চিত করতে কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নিতে পারবে। পুজোর ছুটি মিটলে তারপরে ফের তালা খুলতে পারবে সব হস্টেলের। ছুটি মিটলে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়– দু’পক্ষের অফিসারেরা বসে নিরাপত্তা-সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা নিয়ে বৈঠক করবেন।
আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, পুজোর আগেই কি জেলমুক্তি?
advertisement
সিসিটিভি বসানো-সহ অন্যান্য বিষয়গুলিতেও ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তারপরেই আগামী শুনানিতে গোটা বিষয়কে নিয়ে রিপোর্ট দিতে হবে হাইকোর্টকে। নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের।
আরও পড়ুন: ভারতে বেড়ানোর এত এত জায়গা, জানেন কোন রাজ্যে সবচেয়ে বেশি পর্যটক যায়? নামটা শুনলে চমকাবেন!
এদিন ডিভিশন বেঞ্চের সাফ নির্দেশ, পুজোর ছুটি পড়ে গিয়েছে। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সকল হস্টেলে তালা ঝোলাতে হবে। কোনও ঘর খুলে রাখা যাবে না। তদারকি করবে যাদবপুর থানার পুলিশ। পুজো মিটলেই খুলে দিতে হবে হস্টেলগুলি। এমনকি, সেই সময় রাজ্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা-সহ যাবতীয় সমস্যা নিয়ে বসে আলোচনা করবেন।
অর্ণব হাজরা