প্রসঙ্গত ১ মার্চ, শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনা।ঘটে৷ তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় সিসিটিভি বসানো ও একাধিক নিরাপত্তা সম্পর্কিত নির্দেশ দেওয়া হয়৷ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে অনুষ্ঠান করার ওপরে নিষেধাজ্ঞা জারি করে প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনমে’র ডিভিশন বেঞ্চ।
advertisement
বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী জানান যে উপাচার্য না থাকায় এবং এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক করা সম্ভব না হওয়ায় আদালতের নির্দেশ মতো সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি। ডিভিশন বেঞ্চের মন্তব্য, “উপাচার্যের অনুপস্থিতিতে কেন সহ-উপাচার্য দায়িত্ব নিয়ে আদালতের নির্দেশ মতো নিরাপত্তার বিষয়গুলি কার্যকর করছেন না।” এরপরই রিপোর্ট তলব করে আদালত।