এই ইন্টার্নশিপ প্রোগ্রামটির মেয়াদ ছ’মাস। মূলত ইঞ্জিনিয়ারিং ফ্রেশার ও সদ্য পাশ করা তরুণ গ্র্যাজুয়েটদের জন্যই এই সুযোগ। মোট ৪০টি ইন্টার্নশিপ পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে, যা HEMRL-এর আটটি ভিন্ন বিভাগের মধ্যে বণ্টিত থাকবে।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি সম্পন্ন করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত ইন্টার্নদের মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে ৫,০০০ টাকা। এই ইন্টার্নশিপ সম্পূর্ণ অফলাইন মোডে অনুষ্ঠিত হবে পুনের সুতারওয়াড়ি এলাকায় অবস্থিত HEMRL-এ। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের মনে রাখতে হবে, আবেদনের শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২৬।
advertisement
আবেদন করতে হলে প্রার্থীদের DRDO-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্রে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য—যেমন প্রার্থীর নাম, আধার নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা—সঠিকভাবে পূরণ করতে হবে।
ফর্মে স্বাক্ষর করে একটি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করার পর, পূরণ করা আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়—The Director, HEMRL, Sutarwadi, Pune (HR Department)। ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য এই ইন্টার্নশিপ একটি প্রথম সারির সরকারি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে হাতে-কলমে কাজ শেখার মূল্যবান সুযোগ। সংক্ষেপে বললে—নোটবুক খুলুন, কলম ধরুন, সময় কিন্তু থেমে থাকে না।
