TRENDING:

Railway: শূন্যপদ ১০০০-এর বেশি, মাধ্যমিক পাশ করলেই সুযোগ! শিয়ালদহ-সহ রেলে শিক্ষানবিশ প্রয়োজন, কীভাবে আবেদন জানুন

Last Updated:

রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পক্ষ থেকে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পক্ষ থেকে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জামালপুর, মালদহ, হাওড়া, শিয়ালদহ, লিলুয়া এবং কাঁচরাপাড়া ডিভিশনে ১,২৬৩ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। দশমশ্রেণি উত্তীর্ণরা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। শিয়ালদহ, হাওড়া-সহ পূর্ব রেলের একাধিক ডিভিশনে প্রশিক্ষণের সুযোগ পাওয়া যাবে।
News18
News18
advertisement

কারা আবেদন করতে পারবেন?

মাধ‍্যমিক উত্তীর্ণ ব‍্যক্তিরা ওই প্রশিক্ষণের সুযোগ পাবেন। পাশাপাশি, টার্নার, ওয়েল্ডারের মতো একাধিক ট্রেডে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এনসিভিটি) কিংবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এসসিভিটি) অনুমোদিত শংসাপত্র থাকতে হবে। যাঁদের কাছে ক্রাফ্টসম্যান ট্রেনিং স্কিমের অধীনে ‘উড ওয়ার্ক টেকনিশিয়ান’-এর শংসাপত্র রয়েছে, তাঁরা কার্পেন্টার ট্রেডের অধীনে আবেদন করতে পারবেন।

advertisement

আরও পড়ুন: প্লাস্টিকে ভরে ফল, সবজি রাখছেন ফ্রিজে? রক্তে মিশে যাচ্ছে ‘নিঃশব্দ ঘাতক’! খুব সাবধান, কীসে ভরে, কীভাবে রাখা উচিত? এখনই জানুন

টার্নার, ওয়েল্ডার, ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মেকানিক, কারপেন্টার, পেন্টার, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, মেকানিস্ট, ব্ল্যাকস্মিথ, ওয়্যারম্যান, ম্যাসন, এই সমস্ত ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ‍্যে হতে হবে।

advertisement

আরও পড়ুন: নাম সংশোধন থেকে জন্ম তারিখ বদল, এবার পাল্টাতে গেলেই বাড়বে মুশকিল! বার্থ সার্টিফিকেট নিয়ে কড়া পদক্ষেপ

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

বিশদ জানতে পূর্ব ভারতের রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটে (rrcer.org) যান। অনলাইনে আবেদন করা যাবে। আবেদনমূল‍্য ১০০ টাকা। ১৪ অগস্ট থেকে আবেদন পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ১৩ সেপ্টেম্বর।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Railway: শূন্যপদ ১০০০-এর বেশি, মাধ্যমিক পাশ করলেই সুযোগ! শিয়ালদহ-সহ রেলে শিক্ষানবিশ প্রয়োজন, কীভাবে আবেদন জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল