কারা আবেদন করতে পারবেন?
মাধ্যমিক উত্তীর্ণ ব্যক্তিরা ওই প্রশিক্ষণের সুযোগ পাবেন। পাশাপাশি, টার্নার, ওয়েল্ডারের মতো একাধিক ট্রেডে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এনসিভিটি) কিংবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এসসিভিটি) অনুমোদিত শংসাপত্র থাকতে হবে। যাঁদের কাছে ক্রাফ্টসম্যান ট্রেনিং স্কিমের অধীনে ‘উড ওয়ার্ক টেকনিশিয়ান’-এর শংসাপত্র রয়েছে, তাঁরা কার্পেন্টার ট্রেডের অধীনে আবেদন করতে পারবেন।
advertisement
টার্নার, ওয়েল্ডার, ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মেকানিক, কারপেন্টার, পেন্টার, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, মেকানিস্ট, ব্ল্যাকস্মিথ, ওয়্যারম্যান, ম্যাসন, এই সমস্ত ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
বিশদ জানতে পূর্ব ভারতের রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটে (rrcer.org) যান। অনলাইনে আবেদন করা যাবে। আবেদনমূল্য ১০০ টাকা। ১৪ অগস্ট থেকে আবেদন পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ১৩ সেপ্টেম্বর।