এই স্বীকৃতির পর ভারতীয় পড়ুয়ারা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পড়তে বা চিকিৎসা করতে যেতে পারে। বর্তমানে, এই স্বীকৃতির অধীনে ৭০৬ মেডিক্যাল কলেজ অন্তর্গত আছে। তবে, আগামী ১০ বছরে যে নতুন মেডিক্যাল কলেজগুলি প্রতিষ্ঠিত হবে সেগুলিও স্বয়ংক্রিয়ভাবে WFME স্বীকৃত হয়ে যাবে।
advertisement
মেডিক্যাল বোর্ডের একাংশের মতে, এই পদক্ষেপ ভারতে বিশ্বব্যাপী স্বীকৃত এনে দেবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভারতকে একটি আকর্ষণীয় শিক্ষাক্ষেত্রতে পরিণত হত হবে। এছাড়াও, এনএমসি ভারতে চিকিৎসা শিক্ষার মান উন্নত করার বিশেষাধিকার পাবে যা তাদের বিশ্বব্যাপী মর্যাদা দেবে। WFME স্বীকৃতি প্রক্রিয়ার জন্য প্রতি মেডিক্যাল কলেজেকে ৪,৯৮,৫১৪২ ($60,000) টাকা ফি দিতে হবে, যা সাইট ভিজিট টিমের ভ্রমণ এবং বাসস্থানের খরচ সরবারহ করে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2023 1:50 PM IST