TRENDING:

Medical Graduates Practice Abroad: ভারতীয় চিকিৎসকদের জন্য বড় খবর! বিদেশে চিকিৎসায় আর কোনও বাধা নেই

Last Updated:

Medical: অবশেষে বিদেশে গিয়ে চিকিৎসা করার ছাড়পত্র পেল ভারতের ডাক্তারি পড়ুয়ারা। ওয়ার্ল্ড ফেডেরেশন ফর মেডিকেল এডুকেশন(WFME) -এর পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই ন্যাশনাল মেডিকেল কমিশন নিয়মে বদল আনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ অবশেষে বিদেশে গিয়ে চিকিৎসা করার ছাড়পত্র পেল ভারতের ডাক্তারি পড়ুয়ারা। ওয়ার্ল্ড ফেডেরেশন ফর মেডিকেল এডুকেশন(WFME) -এর পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই ন্যাশনাল মেডিকেল কমিশন নিয়মে বদল আনে। ১০ বছরের জন্য আপাতত এই নিয়ম বলবৎ থাকবে বলে জানা গিয়েছে।
ভারতীয় চিকিৎসকদের জন্য বড় খবর!
ভারতীয় চিকিৎসকদের জন্য বড় খবর!
advertisement

আরও পড়ুনঃ মহারাষ্ট্রের পৈঠানি থেকে লখনউয়ের জারদৌসি; আম্বানি পরিবারের গণপতি উৎসবে প্রতিফলিত হল খাঁটি ভারতীয় শিল্পকলা

এই স্বীকৃতির পর ভারতীয় পড়ুয়ারা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পড়তে বা চিকিৎসা করতে যেতে পারে। বর্তমানে, এই স্বীকৃতির অধীনে ৭০৬ মেডিক‍্যাল কলেজ অন্তর্গত আছে। তবে, আগামী ১০ বছরে যে নতুন মেডিক্যাল কলেজগুলি প্রতিষ্ঠিত হবে সেগুলিও স্বয়ংক্রিয়ভাবে WFME স্বীকৃত হয়ে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মেডিক‍্যাল বোর্ডের একাংশের মতে, এই পদক্ষেপ ভারতে বিশ্বব্যাপী স্বীকৃত এনে দেবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভারতকে একটি আকর্ষণীয় শিক্ষাক্ষেত্রতে পরিণত হত হবে। এছাড়াও, এনএমসি ভারতে চিকিৎসা শিক্ষার মান উন্নত করার বিশেষাধিকার পাবে যা তাদের বিশ্বব্যাপী মর্যাদা দেবে। WFME স্বীকৃতি প্রক্রিয়ার জন্য প্রতি মেডিক‍্যাল কলেজেকে ৪,৯৮,৫১৪২ ($60,000) টাকা ফি দিতে হবে, যা সাইট ভিজিট টিমের ভ্রমণ এবং বাসস্থানের খরচ সরবারহ করে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Medical Graduates Practice Abroad: ভারতীয় চিকিৎসকদের জন্য বড় খবর! বিদেশে চিকিৎসায় আর কোনও বাধা নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল