TRENDING:

Recruitment 2022: ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরির সুবর্ণ সুযোগ, আজই আবেদন করুন

Last Updated:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। (Recruitment 2022)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান এয়ার ফোর্সের (Indian Air Force) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গ্রুপ 'সি' সিভিলিয়ান পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান এয়ার ফোর্সের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Recruitment 2022
Recruitment 2022
advertisement

IAF Group C Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: স্কুলে খেলার ছলে মারপিট দুই বন্ধুর, কানের পাশে বেকায়দায় লেগে মৃত ১!

IAF Group C Recruitment 2022: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট ২১টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

IAF Group C Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ

হেডকোয়ার্টাস মেইনটেনেন্স কমান্ড-

কুক (ওজি)- ২টি পদ, AOC, Air Force Station, Chakeri, Kanpur-208008

advertisement

এসি মেকানিক- ১টি পদ, CO, 1 Base Repair Depot, Air Force, Chakeri, Kanpur – 208008

কুক (ওজি)- ১টি পদ, AOC, Base Repair Depot, Air Force Station, Chandigarh – 160003

মেস স্টাফ- ১টি পদ, AOC, Base Repair Depot, Air Force Station, Sulur, Coimbatore, Tamil Nadu – 641401

কার্পেন্টার (এসকে)- ১টি পদ, AOC, Base Repair Depot, Air Force Station, Tughlakabad, PO : Pushpa Bhawan, New Delhi – 110062

advertisement

স্টেনো গ্রেড-২- ১টি পদ, AOC, Air Force Station, Bani Camp, Najafgarh, New Delhi – 110043

এমটিএস- ২টি পদ, AOC, Equipment Depot, Air Force Station, Manauri, Distt.- Allahabad (UP) – 212212

এমটিএস- ২টি পদ, CO, Upaskar Depot, Air Force Station, Chakeri, Kanpur-208008

স্টোর কীপার- ১টি পদ, Station Commander, Air Stores Park, Air Force, Air Force Station, Gurgaon, Haryana – 122005

advertisement

এমটিএস- ১টি পদ, AOC, Air Force Hospital, Nathu Singh Road, Cantontment Kanpur, Pin – 208004

আরও পড়ুন: উনুন ধরানো নিয়ে বাবা-ছেলের ঝগড়া চরমে, শেষে লাশ পড়ল একজনের!

হেডকোয়ার্টাস ওয়েস্টার্ণ এয়ার কমান্ড-

এলডিসি এবং সিএমটিডি (ওজি)- ২টি পদ, Air Officer Commanding, Air Force Station Ambala, Ambala Cantt (Haryana), PIN – 133001

সিএমটিডি (ওজি)- ১টি পদ, Air Officer Commanding, Air Force Selection Board, Clement Town, Dehradun (Uttarakhand), PIN – 248002

কুক (ওজি)- ১টি পদ, Air Officer Commanding, Air Force Station Hindon, Ghaziabad (UP), PIN – 201004

সিএমটিডি (ওজি)- ১টি পদ, Station Commander, Air Force Station Nal, Bikaner (Rajasthan), PIN – 334001

কুক (ওজি)- ২টি পদ, Station Commander, Air Force Station Kasauli, Post – Kasauli, Distt – Solan (HP), PIN – 173204

কুক (ওজি)- ১টি পদ, Air Officer Commanding, Master Control Centre, AF Station,Basant Nagar, New Delhi – 110010

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, সম্পূর্ণ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ইন্ডিয়ান এয়ার ফোর্স (Indian Air Force)
পদের নাম: গ্রুপ 'সি' সিভিলিয়ান
শূন্যপদের সংখ্যা: ২১
কাজের স্থান: বিশদ দেখুন
কাজের ধরন: বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন শুরু তারিখ: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অফলাইন

আবেদনের শেষ তারিখ: বিজ্ঞাপন প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে

IAF Group C Recruitment 2022: আবেদনের যোগ্যতা

এসি মেকানিক- প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও একটি সরকারি স্বীকৃত ইনস্টিটিউট থেকে এয়ারক্রাফ্ট মেকানিক ট্রেডে সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।

কুক (জেনারেল গ্রেড)- একটি স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ক্যাটারিং-এ সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে।

কার্পেন্টার (স্কিলড)- একটি স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে কার্পেন্টার ট্রেডে সার্টিফিকেট বা উপযুক্ত ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

IAF Group C Recruitment 2022: বয়সসীমা

প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

IAF Group C Recruitment 2022: আবেদন পদ্ধতি

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনের ফর্মটি নিয়ে ইংরেজি/হিন্দিতে টাইপ করে সাম্প্রতিক ছবি (পাসপোর্ট আকার) সহ যথাযথভাবে পূরণ করতে হবে। খামের ওপরে নিজের ঠিকানা এবং প্রতিষ্ঠানের ঠিকানা সহ ১০ টাকার স্ট্যাম্প সহযোগে পাঠাতে হবে। খামের ওপর স্পষ্ট ভাবে APPLICATION FOR THE POST OF ——– AND CATEGORY——– AGAINST ADVERTISEMENT NO. 05/2022/DR,” লিখতে হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরির সুবর্ণ সুযোগ, আজই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল