স্কুল শিক্ষা দফতরের তরফে এই পরিকল্পনা কার্যকরী করার জন্য প্রাথমিক স্কুলগুলিতে ৩ হাজার টাকা, উচ্চ প্রাথমিক স্কুলগুলোতে ৫ হাজার টাকা ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে কার্যকরী করার জন্য সাত হাজার টাকা করে দেওয়া হয়। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে বলা হয় বিভিন্ন স্কুলে কিভাবে এই পরিকল্পনার কার্যকরী হচ্ছে তা বিভিন্ন সার্কেলের এসআইদের পাঠানোর জন্য।
advertisement
ইতিমধ্যেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিভিন্ন স্কুলে তা কার্যকরী করা হয়েছে। স্কুল শিক্ষা দফতরের অবশ্য নির্দেশিকা ছিল ১৩ ই আগস্ট থেকেই বিভিন্ন স্কুলে যাতে তা কার্যকরী করা হয়।
প্রসঙ্গত এই প্রথম স্কুল শিক্ষা দফতরের তরফে এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়। রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর প্রতিটি স্কুলে থাকার কার্যকরী করা হয়েছে নাকি তার জন্য রিপোর্টও চাওয়া হয় বিভিন্ন জেলার ডি আই দের থেকে।
স্বাধীনতা দিবসের সময় যাতে স্কুলগুলিকে বিভিন্নভাবে সাজিয়ে তোলা যায় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই দাবি স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের। কিভাবে স্কুলগুলিতে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাজিয়ে তোলা যায় তা নিয়ে জুলাইয়ের মাঝামাঝি আলাপ আলোচনা শুরু করেছিলেন দফতরের আধিকারিকরা। সেখানেই এইভাবেই সাজিয়ে তোলা হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয় নেওয়া হয়। স্কুল গুলোতে আপাতত এই ইনস্টলেশনগুলি থাকবে বলেই জানা গেছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়